You will be redirected to an external website

৪৮ ঘণ্টার মধ্যেই মত বদল সৌগতর, বললেন, ভোটার তালিকা ডিস্টার্ব করছে কমিশন

Saugata Roy was again questioned about the SIR on Saturday. Over breakfast in the morning, the senior MP said

৪৮ ঘণ্টার মধ্যেই মত বদল সৌগতর

ভোটার তালিকায় (Voter List) বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর (SIR) নিয়ে রাজ্য রাজনীতিতে এখন জোরদার তর্ক শুরু হয়েছে। বিজেপি এর পক্ষে। কমবেশি বাকিরা সবাই এর সমালোচনায় মুখর। এরই মধ্যে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রবীণ তৃণমূল নেতা সৌগত রায় (Sougata Roy) বলেছিলেন, “ভোটার লিস্টে সংশোধন হবে; এ নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না। ভোটের আগে এ তো সব সময়‌ই হয়, এটা নতুন কিছু নয়”। ঘটনাচক্রে সেদিন বিকেলেই নবান্নে বসে এসআইআর নিয়ে কমিশন ও বিজেপির তুলোধনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলে সৌগতর কথায় দলের অস্বস্তি তৈরি হয়েছিল। তবে শনিবার সকাল হতে দেখা গেল, নিম্নচাপ কেটে ঝকঝকে আকাশ। এসআইআর নিয়ে অবস্থান বদল করে ফেলেছেন সৌগত রায়। সঙ্গে এও অভিযোগ করছেন, নির্বাচন কমিশন ভোটার তালিকাকে ডিস্টার্ব করে দিচ্ছে।

এসআইআর নিয়ে শনিবার ফের সৌগত রায়কে প্রশ্ন করা হয়। সকালে প্রাতঃরাশ সারতে সারতে প্রবীণ সাংসদ বলেন, “এটা প্রশ্নই নয় যে নীতিগত ভাবে এস‌আইআর অ্যাকসেপ্ট করব কিনা। কিন্তু যেভাবে এসআইআর করা হচ্ছে তাতে আমাদের আপত্তি আছে”। 

সৌগতবাবুর কথায়, “নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার যেভাবে সংশোধনের কথা বলছেন সেটা ঠিক হচ্ছে না। আমাদের আশঙ্কা, এস‌আইআরের নামে ভোট অনেক কমিয়ে দেওয়া হবে‌‌। আমরা এর বিরোধীতা করছি, এবং করব। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে বলে আমাদের মনে হচ্ছে না”।

বাংলায় ভোটার তালিকায় কবে থেকে নিবিড় সংশোধন শুরু তা এখনও ঘোষণা হয়নি। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুররা দাবি করতে শুরু করেছেন, বাংলায় এসআইআর হলে অন্তত ১ থেকে সওয়া কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Several districts of North Bengal have been devastated by landslides and floods due to continuous rains. Read Next

'হ্যালো মমতা দিদি...', পাহা...