৪৮ ঘণ্টার মধ্যেই মত বদল সৌগতর
ভোটার তালিকায় (Voter List) বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর (SIR) নিয়ে রাজ্য রাজনীতিতে এখন জোরদার তর্ক শুরু হয়েছে। বিজেপি এর পক্ষে। কমবেশি বাকিরা সবাই এর সমালোচনায় মুখর। এরই মধ্যে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রবীণ তৃণমূল নেতা সৌগত রায় (Sougata Roy) বলেছিলেন, “ভোটার লিস্টে সংশোধন হবে; এ নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না। ভোটের আগে এ তো সব সময়ই হয়, এটা নতুন কিছু নয়”। ঘটনাচক্রে সেদিন বিকেলেই নবান্নে বসে এসআইআর নিয়ে কমিশন ও বিজেপির তুলোধনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলে সৌগতর কথায় দলের অস্বস্তি তৈরি হয়েছিল। তবে শনিবার সকাল হতে দেখা গেল, নিম্নচাপ কেটে ঝকঝকে আকাশ। এসআইআর নিয়ে অবস্থান বদল করে ফেলেছেন সৌগত রায়। সঙ্গে এও অভিযোগ করছেন, নির্বাচন কমিশন ভোটার তালিকাকে ডিস্টার্ব করে দিচ্ছে।
এসআইআর নিয়ে শনিবার ফের সৌগত রায়কে প্রশ্ন করা হয়। সকালে প্রাতঃরাশ সারতে সারতে প্রবীণ সাংসদ বলেন, “এটা প্রশ্নই নয় যে নীতিগত ভাবে এসআইআর অ্যাকসেপ্ট করব কিনা। কিন্তু যেভাবে এসআইআর করা হচ্ছে তাতে আমাদের আপত্তি আছে”।
সৌগতবাবুর কথায়, “নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার যেভাবে সংশোধনের কথা বলছেন সেটা ঠিক হচ্ছে না। আমাদের আশঙ্কা, এসআইআরের নামে ভোট অনেক কমিয়ে দেওয়া হবে। আমরা এর বিরোধীতা করছি, এবং করব। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে বলে আমাদের মনে হচ্ছে না”।
বাংলায় ভোটার তালিকায় কবে থেকে নিবিড় সংশোধন শুরু তা এখনও ঘোষণা হয়নি। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুররা দাবি করতে শুরু করেছেন, বাংলায় এসআইআর হলে অন্তত ১ থেকে সওয়া কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে।