You will be redirected to an external website

প্রশ্নপত্রের ছবি তুললেই কয়েক মিনিটের মধ্যে জেনে যাবে কমিশন, পরীক্ষার ২৪ ঘণ্টা আগে যা জানাল SSC

Just take a picture of the question paper and the commission will know within a few minutes.

পরীক্ষায় নিরাপত্তা বজায় রাখতে কী কী করছে এসএসসি

৭ সেপ্টেম্বর, রবিবার রয়েছে সেই প্রতীক্ষিত পরীক্ষা। নবম ও দশমের নিয়োগ পরীক্ষা রয়েছে এদিন। তার আগে পরীক্ষার্থীদের উদ্দেশে সব তথ্য জানানো হল এসএসসি-র তরফে। শনিবার এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক করে জানালেন, পরীক্ষায় নিরাপত্তা বজায় রাখতে কী কী করছে এসএসসি।

২০২৫-এর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজার।

৭ সেপ্টেম্বর পরীক্ষায় বসবে ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন।

১৪ তারিখে পরীক্ষা দেবে ২ লক্ষ ৪৬ হাজার প্রার্থী।

৭ সেপ্টেম্বর মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৬৩৬।

১৪ তারিখ থাকবে ৪৭৮টি পরীক্ষাকেন্দ্র।

পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে প্রাথমিক তল্লাশি হবে পরীক্ষার্থীদের।

অবশ‍্যই অ‍্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। অ‍্যাডমিট কার্ডে স্ক‍্যানার থাকবে। অ‍্যাডমিট কার্ড আসল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কি না, সেটাও বোঝা যাবে।

যার অ‍্যাডমিটে কোনও সমস্যা আছে, ছবি বা সই-তে কোনও অস্পষ্টতা আছে, তাদের পরীক্ষা যাতে বাতিল না হয়, তার অরিজিনাল সেল্ফ অ্যাটেস্ট করা আইডি কার্ডের জেরক্স কপি নিয়ে যেতে হবে।

প্রশ্নপত্রে সিকিওরিটি ফিচার থাকবে। কেউ যদি কেউ প্রশ্নপত্রের ছবি তোলেন, তা সঙ্গে সঙ্গে জানতে পারবেন এসএসসি-র আধিকারিকরা। এমনই ফিচার থাকছে। প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র ও ওএমআর শিটে আলাদা আলাদা সিকিউরিটি ফিচার থাকবে।

ভেন‍্যু ইনচার্জের কাছে সবাইকে মোবাইল ফোন জমা রাখতে হবে।

দুপুর ১২টার পরে আর পরীক্ষার হলে ঢোকা যাবে না।

সকাল ৮ টা থেকে কন্ট্রোল রুম কাজ করবে।

ইন্টারনেট বন্ধ থাকবে না।

ওএমআর শিটের এক থেকে পাঁচ নম্বর জায়গা পূরণ করতেই হবে। না হলে সেটি বাতিল বলে গণ্য হবে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Patna Man Arrested for Threatening to Blast Mumbai with 400 Kg RDX & Human Bomb Read Next

নয়ডায় বসে ৪০০ কেজি RDX আর ম...