You will be redirected to an external website

দিল্লিতে শাহ-শুভেন্দু একান্ত বৈঠক! দুর্গাপুজোয় বাংলায় আসার আমন্ত্রণ স্বরাষ্ট্রমন্ত্রীকে

Union Home Minister Amit Shah and West Bengal Opposition Leader Suvendu Adhikari held an important political meeting in Delhi on Monday.

দিল্লিতে শাহ-শুভেন্দু একান্ত বৈঠক

সোমবার দিল্লিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah, Home Minister) এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপির অন্দরের খবর, শাহের সরকারি বাসভবনে প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই বৈঠক। 

একান্ত সাক্ষাৎকারে দুর্গাপুজোয় বাংলায় আসার জন্য শাহকে আমন্ত্রণও জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

সূত্রের খবর, বাংলার (West Bengal) বর্তমান রাজনৈতিক পরিবেশ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিজেপির সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় দু’জনের মধ্যে। রাজ্য বিজেপির ভিত মজবুত করতে কী পদক্ষেপ নেওয়া উচিত, সেই সংক্রান্ত দিকনির্দেশও মেলে বলে জানা যাচ্ছে।

বিশেষভাবে উঠে আসে রাজ্যে বিরোধী দলের সদস্যদের নিরাপত্তার বিষয়টিও। অভিযোগ, বিরোধী দলনেতা হিসেবে রাজ্যে কার্যত তাঁকে ‘টার্গেট’ করা হচ্ছে। সেই প্রসঙ্গেই কেন্দ্রীয় নিরাপত্তার বিষয়টিও বৈঠকে উঠে আসে বলে খবর।

তবে রাজনৈতিক আলাপচারিতার পাশাপাশি এক ব্যক্তিগত আমন্ত্রণও জানাতে ভোলেননি শুভেন্দু। সূত্রের খবর, আসন্ন দুর্গাপুজোর মরসুমে বাংলায় এসে মাতৃ আরাধনার সাক্ষী থাকতে অমিত শাহকে আমন্ত্রণ জানান তিনি।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে রাজ্যে সংগঠন চাঙ্গা করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ। রাজ্য রাজনীতিতে চলতে থাকা উত্তেজনার আবহে শুভেন্দুর দি

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

At the Combined Commanders' Conference held in Kolkata on Monday, he gave a clear message - it is Read Next

যুদ্ধ তো শুধু সীমান্তে গ...