‘SIR এর নামে বাংলা দখলের চেষ্টা
এসআইআর (SIR) অজুহাত মাত্র। আসলে এটার অছিলায় ভোটের আগেই বিজেপি বাংলা দখলের চেষ্টা করেছিল বলে মালদহের গাজলের সভা থেকে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এ ব্যাপারে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নামোল্লেখ করে মমতা বলেন, "ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে তিন মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। এটা অমিত শাহ (Amit Shah) করেছে। যাতে এসআইআর না মানলেবাংলার গর্ভমেন্ট ফেলে দাও!"
খানিক থেমে শাহকে নিশানা করে মমতার ঘোষণা, "খুব লোভ না বাংলা দখল করার? মনে রেখো, চালাকির দ্বারা কোনও মহৎ কাজ হয় না। ওরে হ্যাংলার দল, যতই চেষ্টা করো বাংলাকে দখল করা যায় না! SIR করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো!"
এরপরই বাংলা থেকে বিজেপিকে উৎখাতের নিদানও দিয়েছেন তৃণমূল নেত্রী। বিজেপিকে 'ছারপোকা'র সঙ্গে তুলনা করে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, "ছারপোকা খাটে থাকে, কামড়ায়, যতক্ষণ না মারছেন, ও কামড়াবে। এদেরকেও রাজনৈতিকভাবে সরিয়ে দিতে হবে। যাতে আর কখনও বাংলার ক্ষতি করতে পারে না।"
বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ এনে মমতা বলেন, "আমি কমিউনাল পলিটিক্স করি না। আমি সেক্যুলার পলিটিক্স করি। সংবিধান মানি। সব ধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় সবার নিরাপত্তা নিশ্চিত করি। তাই এখানে অরাজকতা সৃষ্টি করতে দেব না।”
তৃণমূল যে এসআইআর এর বিরোধী নয়, তা স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, আমরা তো এসআইআর বা সেনশাসের বিরোধী নই। কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে করা হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি।
প্রশ্ন তুলেছেন, "কিসের এত তাড়াহুড়ো? যে মানুষটা নাগরিক তাঁকে আবার কেন প্রমাণ দিতে হবে যে সে নাগরিক?" জবাবও দিয়েছেন নিজেই। মমতার কথায়, "ওরা টাকা আটকে রেখেছে, তবু আমরা কাজ করে যাচ্ছি। তাই বাংলার উন্নয়নের কর্মকাণ্ড আটকে দিতে ওরা পরিকল্পিতভাবে এসআইআর এর নামে সব কিছু ভণ্ডুল করতে চাইছে।