You will be redirected to an external website

চণ্ডীগড়ে আর্টিকল ২৪০? 'রাজধানী চুরি'র বিতর্কে শাহের মন্ত্রক বলল, ‘এখনই কোনও সিদ্ধান্ত নয়’

There has been a heated debate in national politics over whether Chandigarh should be reorganised into a Union Territory.

রাজধানী চুরি'র বিতর্কে শাহের মন্ত্রক

 চণ্ডীগড়কে (Chandigarh) কেন্দ্রশাসিত অঞ্চলের কাঠামোর মধ্যে নতুন করে সাজানো হবে কি না, তা ঘিরে জাতীয় রাজনীতিতে জোর বিতর্ক তৈরি হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানার (Punjab Haryana) যৌথ রাজধানী এই শহরকে সংবিধানের ২৪০ অনুচ্ছেদের আওতায় আনার বিষয়ে জোর জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, সামনের শীতকালীন অধিবেশনে কেন্দ্রের সরকার নাকি এই সংক্রান্ত একটি বিল নিয়ে আসতে প্রস্তুতি নিচ্ছে। আপ-শাসিত পঞ্জাব সরকার বিষয়টি সামনে আসার পর থেকেই কেন্দ্রকে তীব্র আক্রমণ করছিল। সেই রাজনৈতিক উত্তাপের মাঝেই এ বার আনুষ্ঠানিক মন্তব্য করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Central Government)।

এক বিবৃতিতে মন্ত্রক জানায়, চণ্ডীগড়ে কেন্দ্রীয় আইন প্রণয়নের প্রক্রিয়া সহজ করার বিষয়ে যে আলোচনা শুরু হয়েছে, সেটি এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি পাঞ্জাব ও হরিয়ানার সঙ্গে কেন্দ্রের দীর্ঘদিনের সম্পর্কও মন্ত্রক গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছে। স্পষ্ট বলা হয়েছে, বিদ্যমান শাসন কাঠামো বা দুটি রাজ্যের সঙ্গে চণ্ডীগড়ের সম্পর্ক বদলানোর কোনও পরিকল্পনা নেই।

ঘটনার সূত্রপাত হয় সংসদের একটি বুলেটিন থেকে, যেখানে আন্দামান-নিকোবর, দাদরা ও নগর হাভেলি, দমন-দিউ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকায় চণ্ডীগড়কে যুক্ত করার প্রস্তাব উঠে আসে। বিরোধী শিবিরে সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। পাঞ্জাবের আপ সরকার অভিযোগ তোলে, চণ্ডীগড়ের উপর তাদের ঐতিহাসিক দাবিকে দুর্বল করার উদ্দেশ্যেই কেন্দ্র এমন পদক্ষেপ পরিকল্পনা করছে। উল্লেখ্য, সংবিধানের ২৪০ অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে কেন্দ্রশাসিত অঞ্চলের শান্তি, উন্নয়ন ও সুশাসনের জন্য বিধি তৈরির ক্ষমতা দেয়।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান কেন্দ্রের প্রস্তাবের তীব্র নিন্দা করেন। তাঁর মতে, এনডিএ সরকার পাঞ্জাবের রাজধানী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। মানের বক্তব্য, চণ্ডীগড় আজও পাঞ্জাবের অংশ— মূল রাজ্য হিসেবে রাজধানীর অধিকার একমাত্র পঞ্জাবেরই। তাঁর অভিযোগ, কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করতে চাইছে। আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালও একই সুরে কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন তোলেন।

বিরোধিতার তালিকায় রয়েছে কংগ্রেস ও শিরোমণি অকালি দলও। পাঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিংহ রাজা এই সম্ভাব্য সিদ্ধান্তকে ‘‘একেবারেই অগ্রহণযোগ্য’’ বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, চণ্ডীগড়কে পাঞ্জাবের বাইরে ঠেলে দেওয়ার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধেই লড়াই করা হবে। অকালি দলনেতা সুখবীর সিংহ বাদলের মতে, এটি পাঞ্জাবের অধিকার লঙ্ঘনের সমতুল্য।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'Dangerous' uranium found in breast milk of mothers in Bihar! This shocking information has been revealed in a recent study. Read Next

মায়ের দুধেও বিষ! স্তনদুগ...