ডিভোর্স মামলা খারিজ হওয়ায় অসন্তুষ্ট শোভন, রত্নার বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার ইঙ্গিত |
ডিভোর্স মামলা খারিজ হওয়ায় অসন্তুষ্ট শোভন, রত্নার বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার ইঙ্গিত
ডিভোর্স মামলা খারিজ হওয়ায় অসন্তুষ্ট শোভন
শুক্রবার আলিপুর আদালত (Alipore Court) শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) ডিভোর্স মামলা (Divorce Case) খারিজ করে দিয়েছে। রত্না স্বাভাবিকভাবে এই রায়ে খুশি হলেও মোটেই সন্তুষ্ট নন শোভন। তিনি উচ্চতর আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে একটি নির্দেশকে নিজের জয় হিসেবেই দেখছেন তিনি।
আলিপুর আদালত রত্না চট্টোপাধ্যায়ের একটি নির্দিষ্ট আর্জিও খারিজ করে দিয়েছে। শোভনের সঙ্গে একসঙ্গে থাকতে চেয়েছিলেন তিনি। তার মান্যতা দেয়নি আদালত। এই প্রসঙ্গেই শোভনের বক্তব্য, এই সম্পর্কের প্রতি তাঁর যে কোনও ‘সামাজিক দায়বদ্ধতা’ নেই সেটাই স্পষ্ট হয়েছে। তবে বিষয়টি নিয়ে যে পরবর্তী পদক্ষেপ নেবেন তার ইঙ্গিত দিয়েছেন। যদিও এটা পরিষ্কার করেননি যে কবে বা কী পদক্ষেপ তিনি করবেন।
এখনও আদালতের রায়ের কপি হাতে পাননি শোভন। তার আগেই স্পষ্ট করেছেন, 'বান্ধবী' বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যে সম্পর্ক তা একেবারে আগের মতোই থাকবে। সেই সম্পর্ক ভাঙার কোনও প্রশ্ন নেই। উল্লেখযোগ্যভাবে, রত্নার সঙ্গে সম্পর্কের অবনতির পর থেকেই শোভন আর নিজের বাড়িতে থাকেন না। দীর্ঘদিন ধরে তিনি গোলপার্কে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন। তাঁদের সঙ্গেই থাকেন বৈশাখীর মেয়েও।
২০১৭ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। রত্নার বিরুদ্ধে নিষ্ঠুর আচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতে আবেদন জানান। এমনকী এও অভিযোগ করেন, রত্না নিজের সন্তানদের প্রতিও উদাসীন। কিন্তু দীর্ঘ শুনানি চলার পর আদালতে কোনও অভিযোগই প্রমাণ করতে পারেননি শোভনের আইনজীবীরা। ফলে আদালত শোভনের বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দেয়।
আদালতের রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত রত্না বলেছেন, “আট বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি। শুধু নিজের জন্য নয়, বাচ্চাদের মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য লড়েছি। আমার সঙ্গে পরিবার ও আইনজীবীরা পাশে ছিলেন। এই রায় মহিলাদের জন্য এক প্রতীকী জয়। পুরুষশাসিত সমাজে মহিলারা যেভাবে চাপে পড়ে যান, সেখানে আমি অন্তত লড়াই চালিয়ে যেতে পেরেছি।'' তবে শোভনের হুশিয়ারির পর রত্নাও স্পষ্ট করেছেন যে, তিনি আরও লড়াইয়ের জন্য প্রস্তুত।