You will be redirected to an external website

‘সামনে এসআইআর আর পিছনে মিরজাফর স্যর?’ অমিত শাহকে ‘রিয়্যাকশনের’ কথা মনে করালেন মমতা

অমিত শাহকে ‘রিয়্যাকশনের’ কথা মনে করালেন মমতা

 “আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে পারি, সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না। একদিন তিনি আপনার বড় মীরজাফর হয়ে যাবেন।” ১৫ অক্টোবরের পর এসআইআরের জল্পন নিয়ে যখন তোলপাড় হচ্ছে বাংলা তখন এ কথা শোনা গিয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে। তা নিয়েও বিস্তর জলঘোলা হয় রাজনৈতিক মহলে। এবার এদিনও ফের তাঁর মুখে শোনা গেল সেই ‘মীরজাফর’ প্রসঙ্গ। আরও একধাপ এগিয়ে রীতিমতো স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষের সুরে বললেন, “সামনে এসআইআর আর পিছনে মীরজাফর স্যর? এনআরসি? গায়ের জোরে বাংলা দখল করতে পারবেন না।” 

মমতার সাফ কথা, এসআইআর-কে হাতিয়ার করে এনআরসি করার চক্রান্ত করা হচ্ছে। অমিত শাহের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “একজন মিরজাফর রয়েছেন দিল্লিতে! এই মিরজাফরদের মৃত্যু কোনওভাবে হয় না। তাঁরা চিরকাল বেঁচে থাকে কোনও কাজের মধ্যে দিয়ে। তারা ভেবেছেন তারাই শেষ কথা বলবেন। তাঁরা যদি এসব করতে যান তাহলে দাঙ্গা থেকে শুরু করে আরও অনেক কিছু বেরিয়ে পড়বে। ঝুলি থেকে বেড়াল বেড়িয়ে পড়বে। এনআরসি নিয়ে খেলার চেষ্টা করবেন না।”

বৈধ ভোটার বাদ গেলে যে রাজ্যের মানুষ যে ছেড়ে কথা বলবে না তাও দিন জোর দিয়ে বলেন তিনি। কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, “বাংলার মানুষ কিন্তু অনেক শক্তিশালী, তাঁরা সাহসী। বাংলার মা বোনেদের অনেক শক্তি। কৃষক, যুবদের অনেক শক্তি। সে জন্যই ইংরেজরা বাংলার মানুষের সঙ্গে পারেনি বলে কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে। আমি বিজেপিকেও বলব আগুন নিয়ে খেলবেন না।” এরপরই তাঁর সংযোজন, “এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে। যদি মনে করেন এজেন্সিকে দিয়ে অ্যাকশন নেবেন তাহলে আমরা রেডি। তবে সব অ্যাকশনের রিয়্যাকশনও রয়েছে। আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর। মনে রাখবেন কাউকে আহত করার চেষ্টা করবেন। রয়েল বেঙ্গল টাইগারকে আহত করলে সে কিন্তু প্রতিরোধ করবেই। গায়ের জোরে সব হয় না।”  

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

West Bengal has received central funds for Panchayat and Rural Development. Read Next

পঞ্চায়েত উন্নয়নে বড় বরা...