বহু অপেক্ষার পর অবশেষে আসন্ন ছবি 'অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী'-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। অজেয় সিনেমাটি নির্মিত হয়েছে একটি উপন্যাস দ্য মঙ্ক হু বিকেম চিফ মিনিস্টার-এর কাহিনি থেকে। যোগী আদিত্যনাথের ভূমিকায় অভিনয় করেছেন অনন্ত জোশি। ছবিটি শান্তনু গুপ্তের জনপ্রিয় বই 'দ্য মঙ্.....