You will be redirected to an external website

বন্যা বিধস্ত উত্তরবঙ্গবাসীর পাশে সৌরভ, বিপুল ত্রাণ পাঠাচ্ছেন ‘মহারাজ’

Former India captain and former BCCI president Sourav Ganguly, like five other Bengalis, is also crying for his life for the flood-hit North Bengal

বন্যা বিধস্ত উত্তরবঙ্গবাসীর পাশে সৌরভ

বন্যার কবলে পড়া উত্তরবঙ্গের জন্য আর পাঁচজন বঙ্গবাসীর মতো প্রাণ কাঁদছে প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। উত্তরবঙ্গের মানুষের সুরাহার জন্য নিজে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী পাঠিয়েছেন ‘মহারাজ’। এবার তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ নতুন সংস্থাকেও উত্তরবঙ্গবাসীর পাশে দাঁড়ানোর জন্য আর্জি জানালেন তিনি।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কলকাতায় একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সৌরভ। সেই মঞ্চ থেকেই উত্তরবঙ্গের পাশে দাঁড়ানোর আবেদন করেন তিনি। সংস্থার কর্ণধারকে মঞ্চে বসিয়েই সৌরভ বললেন, “আমি অনুরোধ করব আপনারা কিছু খাদ্যসামগ্রী, ত্রাণ উত্তরবঙ্গে পাঠান। সেটা আপনাদের সামাজিক কর্তব্যের মধ্যেও পড়ে।’ অনুষ্ঠানের শেষে বিপর্যস্ত উত্তরবঙ্গ প্রসঙ্গে সৌরভ বলেন, “আশা করি সব ঠিক হয়ে যাবে। মানুষ যথাযথ সাহায্য করবে। উত্তরবঙ্গের মানুষ দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠবেন।”

এখানেই শেষ নয়, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক নিজের স্বেচ্ছাসেবী সংস্থা সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের মাধ্যমে উত্তরবঙ্গের জন্য বিপুল ত্রাণ পাঠিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, প্রায় ২২ হাজার পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠিয়েছেন মহারাজ। ইসকনের মাধ্যমে উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। সাত দিনের জন্য ২২ হাজার মানুষ যাতে উপকৃত হতে পারেন সেই জন্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন। ‌চাল, ডাল-সহ শুকনো খাবার পাঠানো হয়েছে সৌরভের তরফে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...