You will be redirected to an external website

প্রশাসনিক পদ পেলেন, এবার কি তবে রাজনীতিতেই কামব্যাক? কী বললেন কানন?

Chief Minister Mamata Banerjee has announced the appointment of Shobhan as the chairman of NKDA i.e.

এবার কি তবে রাজনীতিতেই কামব্যাক?

NKDA-এর চেয়ারম্যান করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। NKDA অর্থাৎ নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদে আসীন হলেন শোভন। অনেকেই বলছেন দীর্ঘ অবসরের পর কামব্যাক কাননের! কিন্তু এটা তো একটা প্রশাসনিক পদ। তাহলে এটা কি শুরু? রাজনীতিতে কামব্যাক কি সময়ের অপেক্ষা?

সামনেই ছাব্বিশের নির্বাচন। তার আগে কি রাজনীতিতেও সক্রিয় ভূমিকায় দেখা যাবে শোভন চট্টোপাধ্যায়কে? TV9 বাংলাকে ফোনে শোভন চট্টোপাধ্যায় বলেন, “মমতাদির আর্শীবাদ আমি পেয়েছি। আমি কৃতজ্ঞ, আমি প্রণাম জানাই। আমি হঠাৎ করে মমতাদি দায়িত্ব সেইভাবে আগেও দিয়েছে।” তিনি আরও বলেন, “দিদির আস্থা, আর সেই আস্থাকে পালন করা আমার কর্তব্য। আমাকে যেরকমভাবে কাজে লাগাবেন, যা নির্দেশ, উপদেশ দেবেন, সেটা সম্পূর্ণ করাই আমার কর্তব্য।”

২০২১ সালের আগে বৈশাখী-সহ শোভন দিল্লিতে গিয়ে বিজেপিতে-ও যোগ দিয়েছিলেন। পরে অবশ্য পদ্মশিবিরের প্রতি বিরূপ হয়ে দল ছেড়ে দেন। বিজেপি ছাড়ার পর তিনি একেবারে রাজনৈতিক আঙিনা থেকে নিজেকে সরিয়ে রাখেন।

তবে শোভন আবারও তৃণমূলে ফিরছেন কিনা, তা নিয়ে বারবার চর্চা হয়েছে।  ২০২৩ সালের একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গিয়েছিল শোভনকে। তখন গুঞ্জন রটে। আবার ২০২৪ সালের একুশের মঞ্চেও দেখা মেলে। এমনকি ভাইফোঁটার অনুষ্ঠানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তিনি। কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই নয়, দেখা করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। অভিষেক দেখাও করেছিলেন তাঁর সঙ্গে।

ঘটনাচক্রে কলকাতা একের পর এক পুরনো বাড়ি ভেঙে পড়া, অবৈধ নির্মাণ নিয়ে যখন কলকাতা পৌরনিগমের মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল, তখনও অভিষেকের সঙ্গে শোভনের সাক্ষাতে জল্পনা রটেছিল, তাহলে কি আবারও শোভন কোনও সক্রিয় ভূমিকায় দেখা যাবে? চর্চা তখনও জোরদার হয়েছিল।

বুধবার দার্জিলিঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্য়োপাধ্যায়কে সঙ্গে নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের ঘণ্টা দুয়েকের সাক্ষাতের নির্যাস চাক্ষুস হল শুক্রবারই।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

In a directive, Kolkata Police Commissioner Manoj Verma said that in compliance with the previous orders of the Supreme Court and the Calcutta High Read Next

দীপাবলি, ছট পুজোয় কোন আতশ...