You will be redirected to an external website

ঝাড়গ্রামে বিশেষ ভাবে সক্ষম নাবালিকা উদ্ধার, সৎ মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ

Specially gifted minor rescued in Jhargram, stepmother accused of beating her

পুলিশের তৎপরতা

ঝাড়গ্রাম শহরের ব্যস্ত পাঁচমাথা মোড়ে এক বিশেষ ভাবে সক্ষম এক নাবালিকা উদ্ধার করল ঝাড়গ্রাম ট্রাফিক পুলিশ। শুক্রবার বার রাত্রে পাঁচমাথা মোড় এলাকায় ওই নাবালিকাকে একা ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক পুলিশের। তাঁরা কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সূত্রে জানা গেছে, জামবানি থানার ফুলবেড়িয়া গ্রামের বাসিন্দা চন্ডি চরণ মহাতোর মেয়ে ওই নাবালিকা কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে আসে। নাবালিকার অভিযোগ, তাঁর সৎ মা প্রায়শই তাকে মারধর করত। ওইদিনও মারধরের হুমকি পাওয়ায় ভয়ে পালিয়ে আসে সে।

উদ্ধারের পর ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে নাবালিকার বাড়ির সঙ্গে যোগাযোগ করে। কিছুক্ষণের মধ্যেই নাবালিকাটির বাবা ঝাড়গ্রামে এসে মেয়েকে নিয়ে যান। তবে সৎ মায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশ জামবানি থানায় লিখিত রিপোর্ট পাঠিয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, ঝাড়গ্রাম ট্রাফিক পুলিশের সতর্কতা ও মানবিক উদ্যোগে বড় ধরনের দুর্ঘটনা বা বিপদ থেকে রক্ষা পেল ওই নাবালিকা।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Body of transport worker found dead on way home at night, body found in Ghatal Read Next

রাতে বাড়ি ফেরার পথে বিপ...