You will be redirected to an external website

বদলে গেল আগের রায়, পথকুকুরদের নিয়ে নতুন কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

The country's top court has given a big verdict on stray dogs. The bench of Justice Vikram Nath has given

পথকুকুরদের নিয়ে নতুন কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

পথকুকুরদের নিয়ে বড় রায় দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের আগের রায়কে বদলে এই মামলায় পশুপ্রেমীদের বড় স্বস্তি দিল বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ। পাকড়াও করা পথকুকুরদের ছেড়ে দিতে হবে বলেই নির্দেশ শীর্ষ আদালতের।

শুক্রবার সুপ্রিম কোর্টে পথকুকুর সংক্রান্ত এই মামলার শুনানি চলছিল বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জারিয়ার বেঞ্চে। সমস্ত যুক্তি-তর্ক শেষে রায়দান করে শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ, যে সকল পথকুকুরগুলিকে প্রশাসন তরফে পাকড়াও করা হয়েছিল, তাদের নির্বীজকরণ ও ব়্যাবিসের টিকাকরণের পর আবার নিজ নিজ জায়গায় ছেড়ে দিয়ে আসতে হবে। অবশ্য, যে সকল পথকুকুরগুলি ইতিমধ্য়েই ব়্যাবিসে আক্রান্ত হয়েছে এবং তাদের আচরণ আগে তুলনায় উগ্র হয়ে গিয়েছে, সেই সব পথকুকুরগুলিকে এখন মুক্ত করার প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়েছে আদালত।

এই সংক্রান্ত মামলায় আগের রায় কিন্তু সম্পূর্ণ ভাবে খারিজ করেনি সুপ্রিম কোর্ট। বরং তাতে কিছু বদল এনেছে। শীর্ষ আদালতের নির্দেশ, পথকুকুরদের মুক্ত করা হলেও, তাদের যেখানে-সেখানে খাবার খাওয়াতে পারবেন না স্থানীয়রা। প্রশাসন তরফে নির্দিষ্ট জায়গা তৈরি করে দিতে হবে। সেখানেই পথকুকুরদের খাবার দিতে পারবেন স্থানীয়রা।

 

উল্লেখ্য গত ১১ই অগস্ট এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন দিল্লি-এনসিআর এলাকার আবাসিক অঞ্চল থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে নেওয়া নির্দেশ দিয়েছিলেন। তারপরই উত্তাল হতে দেখা যায় রাজধানীকে। পথে নামেন পশুপ্রেমীরা। দাবি জানানো হয় পুর্নবিবেচনার।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

It is said that 6.7 lakh metric tons of rare earth elements have been discovered in the Kalapathar-Raghudihi block of Purulia. Read Next

পুরুলিয়ার মাটির ভিতর ‘প...