You will be redirected to an external website

মোদীর সঙ্গে সাক্ষাৎ শুভাংশুর, মহাকাশে ওড়ানো জাতীয় পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রীর হাতে

Subhanshu meets Modi, hands over the national flag flown in space to the Prime Minister

মোদীর সঙ্গে সাক্ষাৎ শুভাংশুর

ভারতে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করলেন শুভাংশু শুক্লা। সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে যান তিনি। ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে আগেই ফিরেছেন শুভাংশু (Shubhanshu Shukla meets Narendra Modi)। কয়েকদিন আগেই নিজের দেশ ভারতে পা রেখেছেন। নরেন্দ্র মোদীর হাতে জাতীয় পতাকা তুলে দেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন, যেটি মহাকাশে ওড়ানো হয়েছিল।

প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শুভাংশু। মহাকাশে থাকাকালীন বিভিন্ন চ্যালেঞ্জ ও দুর্দান্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তাঁর সঙ্গে। ব্যাখ্যা করেন কীভাবে তিনি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থেকে মহাকাশ মিশনের দায়িত্ব পালন করেছেন।

দেশপ্রেমে ভরপুর এক আবেগঘন মুহূর্তে শুভাংশু (Shubhanshu Shukla) প্রধানমন্ত্রীকে উপহার দিলেন সেই জাতীয় পতাকা, যা তিনি নিজে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ নিয়ে গিয়েছিলেন। এই পতাকা দেশের মানব মহাকাশযাত্রার নতুন যুগে প্রবেশের প্রতীক হয়ে উঠল, সেকথা বলাই বাহুল্য।

প্রধানমন্ত্রী এই প্রতীকী উপহার গ্রহণ করে গভীর আবেগে শুভাংশুর প্রশংসা করেন। শুধু তাঁর প্রযুক্তিগত সাফল্য নয়, বরং গোটা প্রজন্মকে মহাকাশ নিয়ে স্বপ্ন দেখতে উৎসাহিত করার জন্য তাঁকে কৃতজ্ঞতা জানান।

এই মিশনে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা সংগঠিত হয়েছে। মানবদেহে মাইক্রোগ্র্যাভিটির প্রভাব থেকে শুরু করে মহাকাশ কৃষির নতুন প্রযুক্তি, সবকিছুরই ভারতের গগনযান প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এদিকে, সোমবার সংসদেও শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক মিশনকে ঘিরে একটি বিশেষ আলোচনা সভার আয়জন করা হয়েছিল। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং, শুভাংশু শুক্লার কৃতিত্বকে তুলে ধরে বলেন, এটি ভারতের মহাকাশ অভিযানের এক মাইলফলক, যা ভবিষ্যতের মানব মহাকাশযাত্রার স্বপ্ন পূরণে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

এই বিশেষ আলোচনায় বিরোধীরা অংশ নেননি। তবে কংগ্রেস সাংসদ শশী তারুর তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'যেহেতু বিরোধীরা আলোচনায় অংশ নেয়নি, তাই আমি বলতে চাই, কমান্ডার শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক অভিযানে আমরা সবাই গর্বিত। তাঁর যাত্রা আমাদের গগনযান মানব মহাকাশ কর্মসূচির জন্য একটি বড় পদক্ষেপ। তাঁর অভিজ্ঞতা থেকে ইসরো যে তথ্য পেয়েছে, তা মহাকাশ মিশনকে আরও নিরাপদ ও নিখুঁত করতে সাহায্য করবে।'

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Mamata's announcement is as big as Lakshmi Bhandar's, if the son of the house returns home, he will get Rs. 5,000 per month in Shramashree Read Next

ঘরের ছেলে ঘরে ফিরলে শ্রম...