You will be redirected to an external website

বঙ্গোপসাগরে সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, দুই দফায় হলো লক্ষ্যভেদ

Successful ballistic missile test in Bay of Bengal, hits targets in two phases

ট্যাকটিকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে সফল ভাবে উৎক্ষেপণ হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।  ‘ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ’ থেকে সফল পরীক্ষা হল দেশীয় প্রযুক্তিতে তৈরী এই ট্যাকটিকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সংশ্লিষ্ট সংস্থা সূত্রে খবর, বিজ্ঞানীরা সোমবার ও মঙ্গলবার দুই দফায় ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যভেদ করেছে। 

সর্বোচ্চ এবং সর্বনিম্ন, দু’টি পাল্লাতেই লক্ষ্যভেদের পরীক্ষায় প্রলয় সফল হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রসঙ্গত, প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ১৫০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্রগুলি উড়ন্ত অবস্থায় অভিমুখও বদলাতেও পারে। ২০২২ সালে ভারতীয় সেনার অস্ত্রাগারে প্রথম শামিল হয়েছিল প্রলয়। তার পর থেকে সেটি উন্নত করার কাজ করছে ডিআরডিও।

৩৫০ থেকে ৭০০ এবং ৫০০ থেকে হাজার কেজির উচ্চ শক্তির বিস্ফোরক ব্যবহার করে প্রলয়। শত্রুপক্ষের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রকে এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে প্রলয়। ভারতীয় সেনার পাশাপাশি বায়ুসেনাও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে। ২০২০ সালে পূর্ব লাদাখে চিনা ফৌজের আগ্রাসন এবং গালওয়ান উপত্যকায় রক্তাক্ত সংঘর্ষের পরে এলএসিতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সক্রিয় হয়েছিল ভারতীয় সেনা। সেই প্রক্রিয়া অনুসরণ করে ২০২২ সালে পূর্ব লাদাখে মোতায়েন করা হয়েছে প্রলয়। মধ্য এশিয়ার দেশ আর্মেনিয়া সম্প্রতি প্রলয় কেনার বিষয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা শুরু করেছে।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Chief Minister inaugurates first-of-its-kind thermal power project in Bakreshwar reservoir Read Next

রাজ্যে প্রথম, বক্রেশ্বর...