তিন মামলায় বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী
সারদা চিটফান্ড কেলেঙ্কারির (Saradha Scam) মূল দুই অভিযুক্ত সুদীপ্ত সেন (Sudipta Sen) ও দেবযানী মুখোপাধ্যায়ের জীবনে মঙ্গলবার এল বড় স্বস্তির দিন। ২০১৩ সালে দায়ের হওয়া সারদা সংক্রান্ত তিনটি মামলায় এ দিন আদালত তাঁদের বেকসুর খালাস করে দিল।
কলকাতার হেয়ার স্ট্রিট থানার তিনটি মামলায় মঙ্গলবার রায় দেন ১১ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তবে এত বড় রায় পেলেও এখনই মুক্তি মিলছে না তাঁদের, জেল হেফাজতেই থাকতে হচ্ছে আরও কিছু মামলার কারণে।
আদালত সূত্রের খবর, সরকার পক্ষের হয়ে ৫০ জন সাক্ষী তালিকাভুক্ত থাকলেও হাজির করা গিয়েছিল মাত্র ১৫ জনকে। তাঁদের বয়ানে প্রতারণা কিংবা জালিয়াতির কোনও সুস্পষ্ট প্রমাণ মেলেনি বলে জানায় আদালত। এই কারণেই খালাস পান সুদীপ্ত ও দেবযানী।
তবে স্বস্তির রায় পেলেও আপাতত জেলের বাইরে আসার কোনও সম্ভাবনা নেই। রাজ্য সরকারের দায়ের করা মোট ২৫০টি মামলার মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২১৪টি মামলায় জামিন মিলেছে। বাকি মামলাগুলিতে জামিন না থাকায় দু’জনকে জেলেই থাকতে হচ্ছে।
এই মুহূর্তে দেবযানী রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে, আর সুদীপ্ত রয়েছেন প্রেসিডেন্সি জেলে। সারদা মামলায় এই প্রথম কোনও রায় দিল আদালত, যা ভবিষ্যতের অন্যান্য মামলাগুলিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আইনজ্ঞরা।