You will be redirected to an external website

সারদা কাণ্ডে বড় রায়: তিন মামলায় বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী, তবু জেলেই থাকতে হবে

Big verdict in Saradha scam: Sudipta-Devyani acquitted in three cases, but will still have to remain in jail

তিন মামলায় বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী

সারদা চিটফান্ড কেলেঙ্কারির (Saradha Scam) মূল দুই অভিযুক্ত সুদীপ্ত সেন (Sudipta Sen) ও দেবযানী মুখোপাধ্যায়ের জীবনে মঙ্গলবার এল বড় স্বস্তির দিন। ২০১৩ সালে দায়ের হওয়া সারদা সংক্রান্ত তিনটি মামলায় এ দিন আদালত তাঁদের বেকসুর খালাস করে দিল। 

কলকাতার হেয়ার স্ট্রিট থানার তিনটি মামলায় মঙ্গলবার রায় দেন ১১ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তবে এত বড় রায় পেলেও এখনই মুক্তি মিলছে না তাঁদের, জেল হেফাজতেই থাকতে হচ্ছে আরও কিছু মামলার কারণে।

আদালত সূত্রের খবর, সরকার পক্ষের হয়ে ৫০ জন সাক্ষী তালিকাভুক্ত থাকলেও হাজির করা গিয়েছিল মাত্র ১৫ জনকে। তাঁদের বয়ানে প্রতারণা কিংবা জালিয়াতির কোনও সুস্পষ্ট প্রমাণ মেলেনি বলে জানায় আদালত। এই কারণেই খালাস পান সুদীপ্ত ও দেবযানী।

তবে স্বস্তির রায় পেলেও আপাতত জেলের বাইরে আসার কোনও সম্ভাবনা নেই। রাজ্য সরকারের দায়ের করা মোট ২৫০টি মামলার মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২১৪টি মামলায় জামিন মিলেছে। বাকি মামলাগুলিতে জামিন না থাকায় দু’জনকে জেলেই থাকতে হচ্ছে।

এই মুহূর্তে দেবযানী রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে, আর সুদীপ্ত রয়েছেন প্রেসিডেন্সি জেলে। সারদা মামলায় এই প্রথম কোনও রায় দিল আদালত, যা ভবিষ্যতের অন্যান্য মামলাগুলিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আইনজ্ঞরা।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A history teacher was scolded for talking in class, and then a student showed up with a 9mm pistol and knife to Read Next

ক্লাসে কথা বলায় বকেছিল ই...