You will be redirected to an external website

কলকাতা হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল

Earlier, Justice Soumen Sen was in this position. He was naturally given the responsibility due to the shortage of senior judges of the High Court.

কলকাতা হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল

 কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বড় বদল। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের অবসরগ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন বিচারপতি সুজয় পাল (Sujoy Pal , new Acting Chief Justice)।

এর আগে এই দায়িত্বে ছিলেন বিচারপতি সৌমেন সেন। হাইকোর্টের বর্ষীয়ান বিচারকের সংহারে স্বাভাবিকভাবেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তখনই কলেজিয়াম তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে সুপারিশ করেছিল। সেই সুপারিশ কার্যকর হতেই এবার কলকাতা হাইকোর্ট ছাড়ছেন তিনি।

বিচারপতি সৌমেন সেনের মেঘালয় পদোন্নতির পর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করলেন সুজয় পাল, যিনি বিচারপতি হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছেন।

শুধু দায়িত্বপালন নয়, কলকাতা হাইকোর্টে সুজয় পালের নেতৃত্বে আশা করা হচ্ছে সুষ্ঠু ও দ্রুত বিচার। শহরের আইনি মহল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The Meteorological Department has predicted scattered rain. But what does that mean? Read Next

Durga Puja 2025: চতুর্থীর সন্ধ্যা...