কলকাতা হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল
কলকাতা হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল
কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বড় বদল। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের অবসরগ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন বিচারপতি সুজয় পাল (Sujoy Pal , new Acting Chief Justice)।
এর আগে এই দায়িত্বে ছিলেন বিচারপতি সৌমেন সেন। হাইকোর্টের বর্ষীয়ান বিচারকের সংহারে স্বাভাবিকভাবেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তখনই কলেজিয়াম তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে সুপারিশ করেছিল। সেই সুপারিশ কার্যকর হতেই এবার কলকাতা হাইকোর্ট ছাড়ছেন তিনি।
বিচারপতি সৌমেন সেনের মেঘালয় পদোন্নতির পর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করলেন সুজয় পাল, যিনি বিচারপতি হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছেন।
শুধু দায়িত্বপালন নয়, কলকাতা হাইকোর্টে সুজয় পালের নেতৃত্বে আশা করা হচ্ছে সুষ্ঠু ও দ্রুত বিচার। শহরের আইনি মহল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।