রাত পোহালেই বাজারে ঢুকতে শুরু করবে বাংলাদেশের চওড়া পেটির ইলিশ! কত করে পড়বে দাম? |
'ক্ষমতার স্বাদ নিতে আসিনি, সেবা করব,' নেপালের দায়িত্ব নেওয়ার পর সাফ ঘোষণা সুশীলা কার্কির
নেপালের দায়িত্ব নেওয়ার পর সাফ ঘোষণা সুশীলা কার্কির
তুমুল অস্থিরতার পর ধীরে ধীরে ছন্দে ফিরছে নেপাল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সুশীলা কার্কি। রবিবার শপথ নেওয়ার পরই তিনি সাফ জানালেন, ক্ষমতার স্বাদ নিতে নয়, দেশের মানুষের সেবা করতে এসেছেন তিনি। মাত্র ছ’মাসের জন্য এই দায়িত্ব পালন করবেন, তারপর ক্ষমতা হস্তান্তর করবেন নতুন নির্বাচিত সংসদের হাতে। একইসঙ্গে কার্কি ঘোষণা করেছেন, সাম্প্রতিক ‘জেন জি বিপ্লব’-এর সময় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের শহিদ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
৭৩ বছর বয়সি এই প্রাক্তন প্রধান বিচারপতি বললেন, 'আমরা ছ’মাসের বেশি থাকব না। নতুন সংসদের হাতে দায়িত্ব তুলে দেব। আপনাদের সহযোগিতা ছাড়া সফল হওয়া সম্ভব নয়।' সোমবারই তিনি মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করবেন বলে জানা গেছে।
জেন জি বিদ্রোহের প্রেক্ষাপট
৮ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি হওয়ায় নেপালে শুরু হয় প্রবল ছাত্র-যুব আন্দোলন, যা দ্রুত রূপ নেয় সরকারবিরোধী বিক্ষোভে। দুর্নীতি আর বৈষম্যের অভিযোগ ঘিরে এই আন্দোলন রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫১ জন নিহত হন, আহত হন ১,৩০০-রও বেশি। টানা ২৭ ঘণ্টার আন্দোলনের পর ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন।
কার্কি বলেন, 'এই আন্দোলন দেশের ইতিহাসে এক নজির। সমতা, দুর্নীতির অবসান, এটাই তরুণ প্রজন্মের দাবি।' নিহতদের পরিবারকে ১০ লক্ষ রুপির ক্ষতিপূরণ এবং আহতদের সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
নেপালের নতুন প্রধানমন্ত্রী জানিয়েছেন, আন্দোলনের আড়ালে কাঠমাণ্ডু ও দেশের বিভিন্ন প্রান্তে সরকারি-বেসরকারি সম্পত্তির উপর হামলা ও অগ্নিসংযোগ হয়েছে, যা ছিল পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এসব ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে, এবং ঘটনার পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে শপথ নেওয়ার পর কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল। তিনি সংসদ ভেঙে দিয়ে আগামী বছরের ৫ মার্চ নতুন নির্বাচনের ঘোষণা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কার্কিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, 'এটি নারীর ক্ষমতায়নের উজ্জ্বল উদাহরণ।'