গাড়িতে ইট-পাটকেল মারার অভিযোগ, থানায় গেলেন শুভেন্দু
থানায় গেলেন শুভেন্দু
কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ। আর এই অভিযোগ তির তৃণমূলের দিকে। এই ঘটনায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু। ওসি ঘোকসাডাঙা, আইসি (IC) মওয়রাপড়ার কাছে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, এগারো পাতার অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু।
বস্তুত, এ দিন কোচবিহারে এসপি অফিস অভিযান ছিল বিরোধী দলনেতার। সেই অভিযানে যাওয়ার পথে বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কীভাবে Z ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা? তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি বলেন, “ভাল কাজে এসেছি, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি, তাই প্রাণে রক্ষা। আমি বুলেটপ্রুফ গাড়িতে উঠেছি। আমি যদি বুলেটপ্রুফ গাড়িতে না থাকতাম, তাহলে আপনারা আজ ফুল নিয়ে আমার মৃতদেহর সামনে দাঁড়াতেন।” এই ঘটনার খবর পৌঁছয় স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত।
শুধু তাই নয়, আজ শুভেন্দু অধিকারীর উপর হামলার খবর ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। জায়গায়-জায়গায় বিজেপি কর্মীরা প্রতিবাদে সামিল হন। কলকাতার মৌলালির মোড়ে বিক্ষোভ দেখানো থেকে বেহালা ১৪ নম্বর ডায়মন্ড হারবার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। একই সঙ্গে সোনারপুর মোড়ে মিছিল করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মীরা। এরপর মোড় অবরোধ করে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি।
এর পাশাপাশি জেলাগুলিতেও বিক্ষোভ প্রদর্শন চলে। ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় ঘণ্টা খানেক ধূপগুড়ি চৌপথি এলাকায় রাস্তা অবরোধ করে বসে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি বনগাঁর দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে শতাধিক কর্মী এদিন হাবরা স্টেশন রোডের মুখে যশোর রোডের উপর বিক্ষোভ কর্মসূচি করেন। আবার ঘাটালে রাজ্য সড়ক অবরোধ মন্ত্রী উদয়ন গুহর ছবিতে জুতা মেরে ছবি পুড়িয়ে প্রতিবাদ করে বিজেপি।