You will be redirected to an external website

আবার সেই কামারহাটি! প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর

Kamarhati again! This time a teacher was attacked for protesting against drinking alcohol on the street.

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর

আবার সেই কামারহাটি! এবার রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক। ৫ যুবক-যুবতী ব্যাপক মারধর করে তাঁকে। ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভায় ৩১ নম্বর ওয়ার্ডে। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষকের পরিবার। ভাইরাল সেই মারধরের সিসিটিভি ফুটেজ। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আক্রান্ত শিক্ষকের নাম নিরূপম পাল। তিনি পেশায় অঙ্কন শিক্ষক। দিনের বেলায় ৩১ নম্বর ওয়ার্ডের ননন্দনগর এলাকার সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার ধারে ৮-৯ জনকে মদ্যপান করতে দেখেন তিনি। তাঁদের মধ্যে এক যুবতীও ছিলেন। প্রতিবাদ করেন নিরুপমবাবু। অভিযোগ তাতেই তাঁর উপর চড়াও হন ওই যুবক-যুবতীর দল। ৫-৬ জন মিলে বেধড়ক মারধর করেন। বাকিরা দাঁড়িয়ে ছিলেন। ভাইরাল হয়েছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ।

নিরুপম বলেন, “কালীপুজোর নিমন্ত্রণ ছিল। ওই রাস্তা দিয়ে ফিরছিলাম। তখন ৮-৯জন মদ্যপান করছিল। প্রতিবাদ করায় ব্যাপক মারধর করে। ওঁদের মধ্যে একটি মেয়েও ছিল। মুখ, চোখ, মাথায় আঘাত লেগেছে। নাক দিয়ে রক্তপাতও হচ্ছে।” তদন্ত করছে পুলিশ।

উল্লেখ্য, দিনকয়েক আগে চাঁদা দিতে না চাওয়ায়, এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে হয়। এবার মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

She was feeding the dogs. Suddenly a man came. He slapped the woman Read Next

পথকুকুরদের খাওয়াচ্ছিলে...