সরকারি হাসপাতালের থেকেও সস্তায় চিকিৎসা দেবে এই হাসপাতাল
ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই জনপ্রিয় খান স্যর। ঘরে ঘরে এখন পরিচিত মুখ তিনি। যেখানে সরকারি চাকরির প্রস্তুতি নিতে গিয়ে শক্ত শক্ত বিষয় পড়তে যেখানে দাঁতে কাঁপুনি ধরে, সেখানেই জলভাতের মতো সহজ করে বুঝিয়ে দেন খান স্যর। তাঁর লক্ষ্য একটাই, গরিব ছাত্র-ছাত্রীদের কাছে সহজে শিক্ষা পৌঁছে দেওয়া। এবার খান স্যরের আরও বড় এক উদ্যোগ। শুধু শিক্ষা নয়, দেশের স্বাস্থ্য ব্যবস্থাতেও বড় বদল আনবেন খান স্যর। পটনায় তিনি শুরু করলেন সস্তার হাসপাতাল। এখানে সরকারি হাসপাতালের থেকেও কম খরচে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।
তিনি যেমন লক্ষ লক্ষ পড়ুয়ার কাছে সহজে শিক্ষা পৌঁছে দিয়েছেন, তেমনই এই হাসপাতাল সস্তায় চিকিৎসার ব্যবস্থা করবে। খান স্যর জানিয়েছেন, এই হাসপাতাল তৈরি করছেন গরিব মানুষদের জন্য, যাদের পক্ষে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। তিনি এমন স্বাস্থ্য় পরিষেবা তৈরি করতে চান, যা সকলের সাধ্যের মধ্যে থাকবে। অথচ চিকিৎসা পরিষেবায় কোনও খামতি থাকবে না।পটনা প্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে খান স্যর বলেন, “আমাদের লক্ষ্য একটাই, সকলের সাধ্য়ের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করা। আমাদের হাসপাতালে চিকিৎসা সরকারি হাসপাতালের থেকেও কম দামে হবে।”
খান স্যর জানিয়েছেন যে তাঁর মায়ের সঙ্গে সাধারণ কথাবার্তা থেকেই হাসপাতাল তৈরির পরিকল্পনা আসে। একদিন তাঁর মা গরিব মানুষদের সমস্যা এবং অর্থাভাবে কীভাবে তারা চিকিৎসা থেকে বঞ্চিত হন, সে কথা বলছিলেন। মায়ের কথা শুনেই খান স্যর নিজের হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেন, যেখানে চিকিৎসা সবার সাধ্যের মধ্যে থাকবে।
তিনি জানিয়েছেন, পটনায় তৈরি এই হাসপাতালে বিভিন্ন রক্ত পরীক্ষা করা যাবে মাত্র ৭ টাকায়। ইসিজি করা যাবে মাত্র ২৫ টাকায়। এক্স-রে করা যাবে ৩৫ টাকায়। ডিজিটাল এক্স-রে পাওয়া যাবে ৭০ টাকায়। এই হাসপাতালে অত্য়াধুনিক এক্স-রে মেশিন থেকে শুরু করে অ্যাডভান্সড ডায়ালিসিস ইউনিট থাকবে। অপারেশন থিয়েটারও থাকবে। খান স্যর জানিয়েছেন, তাঁর মা নিজেই এই দাম ধার্য করে দিয়েছেন যাতে দিনমজুর, রিক্সাচালকের মতো গরিব মানুষও দ্রুত চিকিৎসা পান। অর্থ খরচের ভয়ে জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত না হন।