You will be redirected to an external website

তিস্তার জলস্ফীতি, বিচ্ছিন্ন শিলিগুড়ি-সিকিম যোগাযোগ, ডুবে গেল ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ

Teesta water level rises, Siliguri-Sikkim communication disrupted

ডুবে গেল ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ

 উত্তরবঙ্গ ও সিকিমে লাগাতার বর্ষণের জেরে বিপদসীমা ছাড়িয়ে ভয়াবহ জলস্ফীতি ঘটেছে তিস্তা নদীতে (Teesta river, Flood)। তার ফলে সোমবার রাত থেকে তিস্তা বাজার ও ২৯ মাইলের আশেপাশের এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ তিস্তার জলে ডুবে যায়। যার জেরে শিলিগুড়ি (Siliguri) থেকে সিকিম (Sikkim) ও কালিম্পং-এর সঙ্গে সরাসরি সড়ক (National Highway) যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রের খবর, টানা বৃষ্টির জেরে মঙ্গলবার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জানা গেছে, পাহাড়ে টানা বৃষ্টিতে উত্তর সিকিম ও সংলগ্ন এলাকায় তিস্তার জলস্তর দ্রুত বেড়ে গেছে। তিস্তার তীব্র স্রোতে ১০ নম্বর জাতীয় সড়কের কিছু অংশ ভেঙে গিয়েছে বলেও জানা গিয়েছে। 

কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার রাতেই মাইকিং করে মল্লি, তিস্তা বাজার, রম্ভি ও ২৯ মাইল এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয় এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

জলমগ্ন হয়ে পড়া রাস্তা জুড়ে এখনও পর্যন্ত বহু ছোট ও বড় গাড়ি আটকে রয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ওই সমস্ত গাড়ি তাদের গন্তব্যে পৌঁছতে পারবে না। তবে প্রশাসনের তরফে বিকল্প পথ হিসাবে লাভা হয়ে কালিম্পং বা সিকিম যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যদিও সেই পথ দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ।

স্থানীয় প্রশাসন, সড়ক দফতর ও বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতির উপর নজর রাখছে। জল নামার পরে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ জানা যাবে বলে প্রশাসন সূত্রে খবর।

আপাতত উত্তরবঙ্গ থেকে সিকিম বা কালিম্পং রওনা দেওয়ার আগে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে রাস্তাঘাটের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

After the BLO's message, Subhendur challenges Mamata, 'I say go ahead' Read Next

বিএলও-দের বার্তার পরই মম...