এক ঝঞ্ঝায় রক্ষে নেই, বুধবার হাজির হচ্ছে আরও একটা, বাংলার আবহাওয়ায় বড় প্রভাব
বাংলার আবহাওয়ায় বড় প্রভাব
মঙ্গলবার সকালেও শীতের আমেজ অনুভূত হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রাও এদিন ছিল স্বাভাবিকের নীচেই। তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকার সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ক্রমশ তাপমাত্রা বাড়বে। তারপর কিছুদিন একই রকম থাকবে তাপমাত্রা। আপাতত পঞ্জাব ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে বুধবার। তার জেরেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে, সকাল এবং সন্ধ্যেয় শীতের আমেজ থাকবে। দিনের বেলায় কার্যত উধাও হবে শীত। বেলার দিকে কমবে শীতের অনুভূতি। আপাতত উর্ধ্বমুখী পারদ।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
দক্ষিণ ভারত থেকে মৌসুমী বায়ু সরে গিয়েছে সোমবার। তামিলনাড়ু-পন্ডিচেরী থেকে সরে গিয়েছে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। আগামী দু’দিনে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণ ভারতে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে সব জেলায়। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে।
দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।