You will be redirected to an external website

'স্পেশ্যাল এডুকেশন' শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

The West Bengal Board of Primary Education (WBBPE) has issued a notification for the direct recruitment of 'Special Education'

'স্পেশ্যাল এডুকেশন' শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

প্রাথমিক স্তরে 'স্পেশ্যাল এডুকেশন' শিক্ষকদের সরাসরি নিয়োগের (Special Education Teacher Recruitment) জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। সোমবার জারি হওয়া এই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সরকারি, সরকার-সহায়ক ও সরকার-পোষিত প্রাথমিক ও জুনিয়র স্কুলে মোট ২ হাজার ৩০৮টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। আবশ্যিক যোগ্যতার মধ্যে রয়েছে — আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিশেষ শিক্ষায় ডি.এড. বা সমতুল্য ডিপ্লোমা এবং বৈধ সিআরআর নম্বর। পাশাপাশি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ন্যূনতম ছ’মাসের প্রশিক্ষণ থাকা জরুরি। ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি, উপজাতি, ওবিসি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে সরকার নির্ধারিত নিয়মে।

শিক্ষার মাধ্যমের ক্ষেত্রে প্রার্থীকে সেই স্কুলের নির্দিষ্ট বিষয় বা ভাষা পড়াতে সক্ষম হতে হবে। এছাড়া শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। যারা ইতিমধ্যেই টেট পাশ করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হবে মোট ১০০ নম্বরের ভিত্তিতে — টেট পরীক্ষার জন্য ৮০ এবং শ্রেণিকক্ষে শিক্ষাদান ও সাক্ষাৎকারের জন্য মোট ২০ নম্বর বরাদ্দ থাকবে।

আবেদনকারীদের জেলায় পোস্টিংয়ের জন্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (ডিপিএসসি) বা প্রাইমারি স্কুল কাউন্সিল (পিএসসি)-এর পছন্দ জানাতে হবে। তবে নিয়োগ চূড়ান্তভাবে নির্ভর করবে শূন্যপদ এবং ভাষা বিভাগের ওপর।

আবেদনের ফি সাধারণ প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং ওবিসি প্রার্থীদের জন্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তফসিলি জাতি, উপজাতি, ইডব্লিউএস এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

সংরক্ষণের নিয়ম মেনে পদ বরাদ্দ হবে বলে জানিয়েছে পর্ষদ। অনলাইনে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ এবং পদ্ধতি খুব শিগগিরিই জানানো হবে।

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের দাবি জানানো প্রার্থীদের কাছে এটি বড় সুযোগ হতে চলেছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The monsoon is active again at the beginning of autumn. Two cyclones have formed in Bihar and North Bangladesh Read Next

ফের সক্রিয় মৌসুমি বায়ু, জ...