ছুটছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হতে চলেছে নতুন অধ্যায়। আজ থেকে চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (India's first Vande Bharat Sleeper Train, Howrah-Guwahati route)। দেশের প্রথম সেমি হাই-স্পিড স্লিপার ট্রেন এবার বাংলায়। হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত ছুটবে এই আধুনিক ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন এই পরিষেবা।
রাতের সফরের কথা মাথায় রেখে বিশেষ ভাবে নকশা করা হয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিবেগে চলার ক্ষমতা থাকলেও, বাণিজ্যিক ভাবে এই ট্রেন চলবে ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বেগে। মোট ১৮টি কামরার এই ট্রেনে একসঙ্গে সফর করতে পারবেন ৮২৩ জন যাত্রী।
ভাড়ার অঙ্ক কত?
রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনের ন্যূনতম ভাড়া ধরা হয়েছে ৪০০ কিলোমিটার যাত্রার ভিত্তিতে (Vande Bharat Sleeper Train Fare)। ভাড়ার মধ্যেই খাবারের দাম অন্তর্ভুক্ত থাকছে। তবে তার উপরে অতিরিক্ত ৫ শতাংশ জিএসটি দিতে হবে।
হাওড়া থেকে মালদহ টাউন (৩২৪ কিমি) পর্যন্ত সফরে
-
১এসি: ১৫২০ টাকা
-
২এসি: ১২৪০ টাকা
-
৩এসি: ৯৬০ টাকা
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (৫৫৬ কিমি)
-
১এসি: ২১১৩ টাকা
-
২এসি: ১৭২৪ টাকা
-
৩এসি: ১৩৩৪ টাকা
হাওড়া থেকে কামাখ্যা (৯৫৮ কিমি)
-
১এসি: ৩৬৪০ টাকা
-
২এসি: ২৯৭০ টাকা
-
৩এসি: ২২৯৯ টাকা
কামাখ্যা থেকে নিউ জলপাইগুড়ি (৪০১ কিমি)
-
১এসি: ১৫২৪ টাকা
-
২এসি: ১২৪৩ টাকা
-
৩এসি: ৯৬২ টাকা
কামাখ্যা থেকে মালদহ টাউন (৬৩৪ কিমি)
-
১এসি: ২৪০৯ টাকা
-
২এসি: ১৯৬৫ টাকা
-
৩এসি: ১৫২২ টাকা
কামাখ্যা থেকে হাওড়া (৯৫৮ কিমি)
-
১এসি: ৩৬৪০ টাকা
-
২এসি: ২৯৭০ টাকা
-
৩এসি: ২২৯৯ টাকা
প্রথম যাত্রা
আজ, ১৭ জানুয়ারি ট্রেন নম্বর ০২০৭৫ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস মালদহ টাউন থেকে কামাখ্যার উদ্দেশে রওনা দেবে। দুপুর ১টা ১৫ মিনিটে মালদহ থেকে যাত্রা শুরু করে রাত ১১টা ১৫ মিনিটে পৌঁছবে কামাখ্যায়। পথে মোট সাতটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি—আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও ও রঙ্গিয়া।
রাতের আরামদায়ক সফর, আধুনিক সুযোগ-সুবিধা আর দ্রুত গতির মেলবন্ধনে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের যাত্রা অভিজ্ঞতা বদলে দেবে বলেই মত বিশেষজ্ঞদের।