জাতীয় পতাকা পা দিয়ে ভাঁজ করলেন প্রধান শিক্ষিকা
জাতীয় পতাকার (National Flag) প্রতি ‘অপমানজনক’ আচরণের অভিযোগে গ্রেফতার (Arrest) হলেন অসমের স্কুলের প্রধান শিক্ষিকা (Head Mistress)। শনিবার সকালে স্কুলের প্রাঙ্গণে পতাকা নামানোর সময় তাঁর আচরণের ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল ওঠে। পরদিনই পুলিশ তাঁকে আটক করে আদালতে পেশ করে।
অভিযুক্ত প্রধান শিক্ষিকার নাম ফাতেমা খাতুন। ভিডিওতে দেখা যায়, তিনি প্রথমে স্কুলের উঠোন থেকে পতাকাদণ্ড নামান। এরপর পতাকা মাটিতে না ছুঁয়ে নিজের পায়ের মাঝে চেপে ভাঁজ করার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক চরমে ওঠে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেছিলেন ফাতেমা। কিন্তু শুক্রবার রাতে স্কুলে পতাকা টানা রাখা নিয়ে এলাকার বাসিন্দারা আপত্তি তোলেন। তার পরেই শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি একাই স্কুলে এসে পতাকা নামান। কিন্তু পতাকা ভাঁজ করার ভঙ্গি নিয়ে অসম্মানের অভিযোগ ওঠে।
নগাঁও জেলা পুলিশ ফাতেমাকে গ্রেফতার করেছে ১৯৭১ সালের Prevention of Insults to National Honour Act-এর আওতায়। আদালতের নির্দেশে তাঁকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।