You will be redirected to an external website

উঠনে পড়ে থাকা জাতীয় পতাকা পা দিয়ে ভাঁজ করলেন প্রধান শিক্ষিকা, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার

The headmistress folded the national flag lying in the yard with her feet

জাতীয় পতাকা পা দিয়ে ভাঁজ করলেন প্রধান শিক্ষিকা

জাতীয় পতাকার (National Flag) প্রতি ‘অপমানজনক’ আচরণের অভিযোগে গ্রেফতার (Arrest) হলেন অসমের স্কুলের প্রধান শিক্ষিকা (Head Mistress)। শনিবার সকালে স্কুলের প্রাঙ্গণে পতাকা নামানোর সময় তাঁর আচরণের ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল ওঠে। পরদিনই পুলিশ তাঁকে আটক করে আদালতে পেশ করে।

অভিযুক্ত প্রধান শিক্ষিকার নাম ফাতেমা খাতুন। ভিডিওতে দেখা যায়, তিনি প্রথমে স্কুলের উঠোন থেকে পতাকাদণ্ড নামান। এরপর পতাকা মাটিতে না ছুঁয়ে নিজের পায়ের মাঝে চেপে ভাঁজ করার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক চরমে ওঠে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেছিলেন ফাতেমা। কিন্তু শুক্রবার রাতে স্কুলে পতাকা টানা রাখা নিয়ে এলাকার বাসিন্দারা আপত্তি তোলেন। তার পরেই শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি একাই স্কুলে এসে পতাকা নামান। কিন্তু পতাকা ভাঁজ করার ভঙ্গি নিয়ে অসম্মানের অভিযোগ ওঠে।

নগাঁও জেলা পুলিশ ফাতেমাকে গ্রেফতার করেছে ১৯৭১ সালের Prevention of Insults to National Honour Act-এর আওতায়। আদালতের নির্দেশে তাঁকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

PETA and Jackie Shroff gift 'mechanical yard' to Kerala temple that moves and wags its tail like an elephant Read Next

হুবহু হাতির মতো নড়েচড়...