You will be redirected to an external website

মেঘলা আকাশ! গরমের মধ্যেই ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর

Cloudy skies! The Meteorological Department has again issued a forecast of heavy rain in South Bengal amidst the heat.

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর

সকাল থেকেই একাধিক জেলায় মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জায়গায়। পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বৃষ্টির সঙ্গে।

এদিন বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে।

সোমবার ও মঙ্গলবার বৃষ্টি কমবে। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় গরম ও আর্দ্রতা বাড়বে দু’দিনে। এরপর বুধবার ফের ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনায়। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এই সব জেলায়। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে।দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরে চলবে বৃষ্টি। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারীর সম্ভাবনা। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। আগামী শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে দাপট কমবে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Trinamool workers protest around Sukant as he lands in Dum Dum after inaugurating AC local Read Next

AC লোকাল উদ্বোধন করে দমদম...