You will be redirected to an external website

‘জনতা কা সেবক’ প্রধানমন্ত্রীর দফতরের নাম হবে সেবাতীর্থ, পাশেই বসবেন অজিত দোভালও

The office of the 'Janata Ka Sevak' Prime Minister will be named Seva Tirtha. The decades-old Prime Minister's Office (PMO) in the capital is being shifted.

প্রধানমন্ত্রীর দফতরের নাম হবে সেবাতীর্থ

‘জনতা কা সেবক’ প্রধানমন্ত্রীর দফতরের নাম হবে সেবাতীর্থ। রাজধানীর দশকের পর দশক পুরনো প্রাইম মিনিস্টার্স অফিসের (PMO) স্থানান্তর ঘটছে। একটি নুতন কমপ্লেক্সে শুরু হবে পিএমওর কাজ। সেই বাড়ির নাম হচ্ছে সেবাতীর্থ। বায়ু ভবনের পাশে এক্সিকিউটিভ এনক্লেভ ওয়ানের তিনটি বাড়ির একটিতে নতুন অফিস খোলা হবে। পাশের বাড়িগুলির নাম হবে সেবাতীর্থ ২ এবং সেবাতীর্থ ৩। এখানেই থাকবেন ক্যাবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দফতর।

পাশের সেবাতীর্থ ২ ও ৩-এ বসবে ক্যাবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অফিস। গত ১৪ অক্টোবর থেকে ঠিকানা বদলের কাজ শুরু হয়ে গিয়েছে। ক্যাবিনেট সচিব টিভি সোমনাথ এ ব্যাপারে চিফ অফ ডিফেন্স স্টাফ ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সেবাতীর্থ ২-এ জরুরি বৈঠকও করেন।

সরকারি সূত্র জানিয়েছে, এই নামকরণের লক্ষ্য হল মানুষই প্রথম, দেশের জনসাধারণকে এই বার্তা দেওয়া। সরকারের প্রথম নজর থাকবে নাগরিক সুখসুবিধার দিকে। নতুন কমপ্লেক্সটি তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। সেন্ট্রাল ভিস্টা পুনর্গঠন প্রকল্পের অধীনে এই জায়গাটির আগে নাম ছিল এক্সিকিউটিভ এনক্লেভ। সরকারি সূত্রটি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে এই সরকারের নজর কর্তব্য ও স্বচ্ছতার প্রতি। তাই প্রতিটি বাড়ি, রাস্তা এবং প্রতিটি প্রতীকী কাজই হবে সরকারের প্রথম কর্তব্য হচ্ছে জনতার সেবা করা।

এর আগেই রাজভবনের নাম বদলে রাখা হয়েছে লোকভবন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম বদলে হয়েছে লোককল্যাণ মার্গ। কেন্দ্রীয় সচিবালয়ের নাম পরিবর্তন করা হয়েছে কর্তব্য ভবনে। একইভাবে রাজপথ হয়েছে কর্তব্য পথ।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

There will be no discussion in Parliament on SIR alone. The topic of discussion will be electoral reforms. Read Next

মত বদল কেন্দ্রের, শুধু এস...