বুথের সংখ্যা কমে দাঁড়াল ৪৮০-তে
একদিনেই মৃত ভোটার 'শূন্য' (Dead Voter) বুথের সংখ্যা কমে দাঁড়াল ৪৮০-তে। সোমবার যেখানে কমিশন (Election Commission) জানিয়েছিল এ রাজ্যে এই ধরনের বুথের সংখ্যা ২২০৮ টি। হঠাৎই দেখা গেল, মঙ্গলবার সেই সংখ্যা অনেকটাই কমে গেল। কমিশনের বক্তব্য, গতকালের রিপোর্ট পাওয়ার পরপরই ডিইও-দের থেকে আলাদা করে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয় (SIR West Bengal)।
মঙ্গলবার সেই রিপোর্ট জমা পড়েছে সিইও দফতরে। সেই রিপোর্ট অনুযায়ী নতুন এই মৃত ভোটার 'শূন্য' বুথ সংখ্যা পাওয়া গিয়েছে। কমিশনের বক্তব্য, এই সংখ্যাটাও আরও কমবে। ১০ তারিখের আগে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে কমিশনের আরেকটি সূত্র জানাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার যে ৭৬০টি এমন বুথের কথা গতকাল জানা গিয়েছিল, সেই সংখ্যাটাও কমবে। এদিন অবশ্য এই জেলারই চারটি বিধানসভার এমন 'শূন্য মৃত ভোটার' বুথের সংখ্যা জানা গিয়েছে। যার মধ্যে রয়েছে রায়দিঘি (৬৬টি), কুলপি (৫৮টি), পাথরপ্রতিমা (২০টি) এবং মগরাহাট (১৫টি)। যদিও, দক্ষিণ ২৪ পরগনার বাকি বুথের তথ্য এখনও পাওয়া যায়নি।
রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে SIRএর প্রক্রিয়াগুলি সাত দিন করে পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আগে বলা হয়েছিল, ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখন সেই সময়সীমা বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ। খসড়া তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর। ১৫ জানুয়ারি পর্যন্ত তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং আপত্তি কমিশনের কাছে জানানোর সুযোগ মিলবে।
১০ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা ভাল করে খতিয়ে দেখে চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে। তার পর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।