শিলিগুড়ির কুমোরটুলি
ভোট আসে, ভোট যায়, কিন্তু শিলিগুড়ির কুমোরটুলির পরিস্থিতি বছরের পর বছর একই রয়ে গেছে। এলাকার মৃৎশিল্পীরা জানেন, রাজনৈতিক দলের প্রতিনিধি যতই আসুক না কেন, তাঁদের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়নি, আর হবে কিনা সেই বিশ্বাসও ক্রমশ ক্ষীণ। অথচ এই কুমোরটুলি থেকেই উত্তরবঙ্গের নানা প্রান্তে প্রতিমা পৌঁছে যায়। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতিতে ব্যস্ত কুমোরটুলি, কিন্তু এলাকার অবকাঠামো এখনও শোচনীয় অবস্থায়।
সোমবার কুমোরটুলি এলাকা পরিদর্শনে যান বিজেপির সর্বভারতীয় চেয়ারম্যান নান্টু পাল। তিনি জানান, এলাকার সমস্যাগুলি বহুদিন ধরেই তাঁর জানা, কিন্তু আজও সেই সমস্যাগুলি একই রকম রয়ে গেছে। কুমোরটুলিতে পর্যাপ্ত শৌচালয় ও স্নানাগারের অভাব, একাধিক জায়গায় অন্ধকারে ডুবে থাকা রাস্তা, জরাজীর্ণ পথঘাট, সব মিলিয়ে প্রতিদিনই সমস্যার মুখে পড়ছেন শিল্পীরা।
বিশেষ করে দুর্গাপুজোর সময় প্রতিমা নিয়ে যাওয়ার পথে ভাঙাচোরা রাস্তার কারণে শিল্পীদের ভোগান্তি চরমে ওঠে। নান্টু পাল জানান, এই সমস্যাগুলির দ্রুত সমাধান করা জরুরি, এবং সে জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবেন।