রাত পোহালেই বাজারে ঢুকতে শুরু করবে বাংলাদেশের চওড়া পেটির ইলিশ! কত করে পড়বে দাম? |
কলকাতায় এলেন প্রধানমন্ত্রী, চলতি বছরে এই নিয়ে চতুর্থবার বাংলায়
কলকাতায় এলেন প্রধানমন্ত্রী
কলকাতায় এসে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi in Kolkata)। রবিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে নামতেই বিজেপি সমর্থকদের ভিড় তাঁকে একঝলক দেখার জন্য হাজির ছিলেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
গাড়ি এগোতেই ভিড়ের কারণে সামান্য থামতে হয় কনভয়কে। সেখানেই গাড়ি থেকে নেমে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে জনসংযোগ করেন প্রধানমন্ত্রী (PM Modi)। কিছুক্ষণ পর আবার গাড়িতে উঠে রাজভবনের পথে রওনা দেন তিনি। সেখানেই আজ রাত্রিবাস করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হতে চলা যৌথবাহিনী কমান্ডারদের বৈঠক। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। এর পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা নিয়ে আলাদা বৈঠক করারও পরিকল্পনা রয়েছে মোদীর। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সঙ্গে এসেছেন রাজনাথ সিং-ও।
সূত্রে খবর, সোমবার সকাল ১০টা নাগাদ নরেন্দ্র মোদী দেশের তিন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্তাদের সর্বোচ্চ স্তরের সম্মেলনের উদ্বোধন করবেন। এরপর সেনাবাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। বৈঠকের মূল বিষয় হবে সীমান্ত পরিস্থিতি, প্রতিরক্ষা পরিকাঠামো এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল। দুপুর নাগাদ বৈঠক শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ফের বিহারের উদ্দেশে রওনা হবেন।
এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠক হবে কি না, তা এখনও জানা যায়নি। তবে রাজভবনে রাজ্যপালের সঙ্গে তিনি কিছুটা সময় কাটাতে পারেন বলে সূত্রের খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্যস্ত সফরসূচি শেষ হয়েছে উত্তর-পূর্ব ভারতে। টানা দু’দিন ধরে তিনি বিভিন্ন রাজ্যে কর্মসূচি সেরেছেন। শনিবার মিজোরাম ও মণিপুরে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও প্রশাসনিক বৈঠকে অংশ নিয়েছেন। এরপর রবিবার সকাল অসমে একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন।
অসম সফর শেষ করে সন্ধ্যায় তিনি পৌঁছেছেন কলকাতায়। এখানে আজ কোনও জনসমাগম বা অনুষ্ঠান নেই। প্রোটোকল মেনে তিনি সরাসরি রাজভবনে গিয়েছেন এবং সেখানেই রাত কাটাবেন।