মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে বলি-গ্ল্যামারের ছটা! উৎসবের মেজাজে চাঁদের হাট, কারা এলেন? |
খুচরো বাজারের অগ্নিমূল্য ঠান্ডা হচ্ছে, ৮ বছরের মধ্যে সর্বনিম্ন হার ১.৫৪ শতাংশ
খুচরো বাজারের অগ্নিমূল্য ঠান্ডা হচ্ছে
খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও কমল। সেপ্টেম্বরে জিনিসপত্রের দাম বৃদ্ধির হার ১.৫৪ শতাংশে এসে ঠেকেছে। গত ৮ বছরের মধ্যে এটাই সবথেকে নিম্ন। সোমবার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস (NSO) থেকে এই তথ্য জানানো হয়েছে। ২০১৭ সালের জুনের পর এই প্রথম খুচরো বাজারে জিনিসপত্রের দাম এত কম। চলতি বছরের অগস্টের তুলনায় ৫৩ বেসিস পয়েন্ট কমায় সেপ্টেম্বরে তা এসে ঠেকেছে ১.৫৪ শতাংশে।
সমস্ত জিনিসপত্রের সর্বমোট দাম কমার প্রবণতা ও খাদ্যমূল্যের বৃদ্ধি নিম্নগামী হওয়াতেই খুচরো বাজারে সরাসরি প্রভাব পড়েছে। শাকসবজি, তেল ও বনস্পতি, ফল, ডাল, দানাশস্য জাতীয় খাবার, ডিম, জ্বালানি এবং আলোর দাম বিশেষ একটা বাড়েনি। গ্রামীণএলাকায় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি সেপ্টেম্বরে ঠেকেছে ২.১৭ এবং শহুরে এলাকায় মাইনাস ২.৪৭ শতাংশ।
খাদ্যদ্রব্যে সর্বমোট ১৬৪ বেসিস পয়েন্ট কমেছে সেপ্টেম্বরে। খাদ্যদ্রব্যে মূল্যবৃদ্ধি ২০১৮ সালের ডিসেম্বরের থেকেও নিম্ন। প্রধান রাজ্যগুলির মধ্যে কেরল সর্বোচ্চ মূল্যবৃদ্ধির হার ৯.০৫ শতাংশ, তারপরে জম্মু-কাশ্মীর ৪.৩৮ শতাংশ, কর্নাটক ৩.৩৩ শতাংশ, পাঞ্জাব ৩.০৬ শতাংশ এবং তামিলনাড়ু ২.৭৭ শতাংশে রয়েছে।হাউজিংয়ে অগস্টের তুলনায় ৩.০৯ থেকে বেড়ে হয়েছে ৩.৯৮ শতাংশ। স্বাস্থ্যে আগের মাসে ছিল ৪.৪০, সেখান থেকে কমে হয়েছে ৪.৩৪ শতাংশ। শিক্ষায় ৩.৬০ শতাংশ থেকে কমে ৩.৪৪ শতাংশ হয়েছে। জ্বালানি ও আলোয় ২.৩২ থেকে ১.৯৮ শতাংশ হয়েছে। পরিবহণ ও কমিউনিকেশনের কমে ১.৯৪ থেকে ১.৮২ শতাংশে ঠেকেছে।