জগদ্ধাত্রী পুজোর সপ্তমীতে বিপত্তি
বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ছিল ট্যাগ লাইন। সপ্তমীর দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চন্দননগর কানাইলাল পল্লীর সেই পুজো মণ্ডপ। আহত হয়েছেন পাঁচজন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
দর্শকদের চমকে দিতে প্রায় ৭০ ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে অল্প হাওয়া দিতেই ভেঙে পড়ে এই মণ্ডপ। সেই সময় বেশ কয়েকজন দর্শনার্থী ছিলেন মণ্ডপে। তাঁদের মধ্য়ে পাঁচজন আহত হন।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, "কানাইপল্লীর প্যান্ডেল পড়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ও দমকল পৌঁছায়। কয়েকজন চাপা পড়েছিল। তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে পাঠানো হয়। সবাই ঠিক আছেন।প্যান্ডেলের স্ট্রাকচার সরিয়ে দেখা যায় নীচে আর কেউ নেই। স্থানীয় মানুষজন ভাল কাজ করেছেন। পুজো কমিটিকে বলা হয়েছে স্ট্রাকচারটাকে ঠিক করে চেক করে তারপর আবার পুজো করতে। মায়ের পুজো আটকাবে না।"
চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, "ঘটনাটি ঘটেছে সপ্তমীর দিনে। মণ্ডপটার উচ্চতা একটু বেশি ছিল। কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে চন্দননগর হাসপাতালে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন। এলাকার বাসিন্দারাও উদ্ধার কাজ চালান।"