'নবান্ন অভিযানে অভয়ার মাকে মারধরের প্রমাণ নেই, থাকলে দিন'
নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) পরে রাজনৈতিক উত্তেজনার মাঝেই সাংবাদিক সম্মেলনে বড় দাবি করল কলকাতা পুলিশ (Kolkata Police)।
সোমবার লালবাজারে যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ এবং কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার স্পষ্ট ভাষায় জানালেন, "এখনো পর্যন্ত ভিডিও ফুটেজ বিশ্লেষণে এমন কোনও প্রমাণ মেলেনি(No evidence, যেখানে দেখা যাচ্ছে পুলিশ অভয়ার মাকে (Abhaya's mother) ফেলে মারধর করছে।"
রূপেশ কুমার বলেন, ‘‘অভয়ার মা আহত হয়েছেন, এটা নিঃসন্দেহে দুঃখজনক। কিন্তু এখনও পর্যন্ত যত ভিডিও ফুটেজ আমরা পর্যবেক্ষণ করেছি, তাতে এমন কোনও মুহূর্ত ধরা পড়েনি যেখানে পুলিশ তাঁকে আক্রমণ করছে।’’
পাশাপাশি তাঁর অনুরোধ, ‘‘যদি সংবাদমাধ্যম বা সাধারণ মানুষের কাছে এমন কোনও ভিডিও প্রমাণ থাকে, তারা যেন সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। আমরা সবদিক খতিয়ে দেখতে চাই।’’
অভয়ার মা আহত হওয়ার অভিযোগ ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় দায়ের হয়েছে। কীভাবে তিনি আহত হলেন, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে পুলিশের পক্ষ থেকে কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়, যেখানে দেখা যায়, আর আর অ্যাভিনিউয়ের পরিবর্তে মিছিল পার্ক স্ট্রিটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ কিড স্ট্রিট এবং পার্ক স্ট্রিটে বাধা দেয়। পুলিশের দাবি, সংঘর্ষে ৫ জন পুলিশকর্মী আহত হন, গুরুতর আহত হন ডিসি এসএসডি-র গার্ড।
নবান্ন অভিযানের দিন পুলিশকে উদ্দেশ্য করে আক্রমণের অভিযোগে মোট ৬টি মামলা রুজু হয়েছে, জানিয়েছেন যুগ্ম কমিশনার মিরাজ খালিদ। ইতিমধ্যেই ৬ জনকে নোটিস পাঠানো হয়েছে।
পুলিশের তরফে এও বলা হয়েছে, গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শুধুমাত্র মিছিল দমন নয়, যাঁরা আইন ভাঙছেন বা পুলিশকে লক্ষ্য করে হামলা চালাচ্ছেন, তাঁদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক তরজা চলছে নবান্ন অভিযানকে ঘিরে। এর মধ্যেই পুলিশের এই বিবৃতি নতুন করে বিতর্ক তৈরি করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।