চায়ে মেশানো ‘গোল্ড’,
চায়ের দাম এক লক্ষ টাকা কেজি! অবাক লাগছে শুনতে? বাংলার বাজারে এল এমনই এক নতুন গোল্ড টি। সৌজন্যে আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগান। বাংলা এবং বাঙালির সঙ্গে চা ওতপ্রোতভাবে জড়িত। সকাল হোক কিংবা রাত, সবসময়ের সঙ্গী চা। সেখানে এই রাজ্যেও এবার গোল্ড টি বাজারে নিয়ে আসল আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগান কর্তৃপক্ষ। এই চায়ের দাম রাখা হয়েছে ১ লক্ষ টাকা প্রতি কেজি। বাংলার চা বাগান এই প্রথম গোল্ড টি তৈরি করেছে। যা আগামিদিনে চা-পিপাসু বাঙালির মন জয় করবে বলেই আশা সংস্থার।
জানা গিয়েছে, মাঝেরডাবরি চা-বাগান কর্তৃপক্ষ মুলত দুই ধরনের গোল্ড টি বাজারে এনেছে। একটি রোজ গোল্ড টি এবং অন্যটি মিদাস গোল্ড টি। সংস্থার দাবি, অর্থডক্স চায়ের সঙ্গে ভোজ্য সোনার গুঁড়ো মেশানো হয়েছে। তাই এই চায়ের নাম রাখা হয়েছে ‘মিদাস গোল্ড টি’। অন্যদিকে রোজ গোল্ড টি’তে ব্যবহার করা হয়েছে গোলাপের পাঁপড়ি।
আর সেই কারণে এই চায়ের নাম ‘গোল্ড টি’ রাখা হয়েছে বলে দাবি চা বাগান কর্তৃপক্ষের। সংস্থার আরও দাবি, বাজারে থাকা স্বাদের থেকে একেবারেই আলাদা এই দুই চায়ের স্বাদ। রয়েছে গুণগত মানও। সংস্থার দাবি, ভোজ্য গোল্ড শরীরে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। একইসঙ্গে হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। ফলে বাজারে এই চা প্রভাব ফেলবে বলেই আশা।