You will be redirected to an external website

‘অত রাতে কলেজ থেকে বেরনো উচিত নয়’,দুর্গাপুর প্রসঙ্গে বললেন সৌগত রায়

Chief Minister Mamata Banerjee had spoken out on Sunday over the Durgapur incident. She had suggested that women should not go out in places like jungles late at night

দুর্গাপুর প্রসঙ্গে বললেন সৌগত রায়

দুর্গাপুর-কাণ্ডে মুখ রবিবার মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গভীর রাতে জঙ্গলের মতো জায়গায় মেয়েদের বেরনো উচিত নয় বলেই পরামর্শ দিয়েছিলেন তিনি। এবার প্রায় একই মন্তব্য করলেন দমদমের তৃণমূল সাংসদ ,তাঁরও পরামর্শ, মেয়েদের রাতে কলেজের বাইরে যাওয়া উচিত নয়।

সংবাদ-সংস্থা ANI-কে একটি সাক্ষাৎকার দেন সৌগত। সেখানে দুর্গাপুর নিয়ে মুখ খুলতে দেখা যায় সাংসদকে। তিনি বলেন, “অত রাতে কলেজ থেকে বেরনো উচিত নয়। সব জায়গায় তো পুলিশ পাহারা দিতে পারে না। তাই সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে।” তিনি এও বলেন, “প্রতিটি ইঞ্চিতে তো সুরক্ষা দেওয়া যায় না। প্রতিটি রাস্তায় তো আর পুলিশ থাকতে পারে না। একটা ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ব্যবস্থা নিতে পারে। বড় কোনও মোড় আছে সেখানে সুরক্ষা দিতে পারে। কিন্তু সব জায়গায় পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।”

যে বেসরকারি হাসপাতালে ডাক্তারি পড়াশোনা করতেন নির্যাতিতা, সেখান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ অনুযায়ী জানতে পারা গিয়েছে, নির্যাতিতা ও তাঁর সহপাঠী রাত ৭টা বেজে ৫৮ মিনিটে দু’জন বের হন। তারপর ৮টা বেজে ৪২ মিনিটে দেখা যায় নির্যাতিতার বন্ধু একা-একা ভিতরে ঢোকেন। এরপর পাঁচ থেকে থেকে ছ’মিনিট ক্যাম্পাসের বাইরের গেটের সামনে ঘোরাঘুরি করার পর আবারও ঘটনাস্থলের দিকে চলে যান। এরপর ৯টা ২৯ মিনিটে দু’জনে (নির্যাতিতা ও তাঁর সহপাঠী) ফিরে আসেন। আর ৯টা বেজে ৩২ মিনিটে মেয়েটি একা হস্টেলে ঢোকেন।

তবে সৌগতর এই মন্তব্যের পাল্টা বক্তব্য রেখেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, “মেয়েদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়া এটা একটা মানসিকতা। আর সেই মানসিকতার প্রতিফলন মুখ্যমন্ত্রী থেকে সাংসদের বক্তব্যে ফুটে উঠছে। আর সৌগতবাবু কি এটা বলতে পারবেন মেয়েরা রাতেই আক্রান্ত হচ্ছেন, দিনের বেলায় আক্রান্ত হচ্ছেন না? ফলে প্রশ্নটা রাত বা দিনের নয়। আমার মনে হয় সব মহিলাদের রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানানো দরকার।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A Trinamool Congress (TMC) leader was removed from his post on corruption charges. On Monday, Chief Minister Mamata Read Next

স্বপনকে দেখে সরে গেলেন, অ...