You will be redirected to an external website

নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা

Trinamool MLA Paresh Adhikari surrenders in court with daughter Ankita and applies for bail

মেয়েকে অঙ্কিতাকে নিয়ে আদালতে আত্মসমর্পণ

এসএসসি-র একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী। একইসঙ্গে গ্রুপ সি মামলায় আত্মসমর্পণ করলেন পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য। আত্মসমর্পণ করে জামিন চাইলেন এসএসসির কর্তা সমরজিৎ আচার্য ও পর্ণা বসু। জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, প্রসন্ন রায়, জীবন সাহা-সহ প্রত্যেকেই।

এসএসসি গ্রুপ সি, নবম দশম ও একাদশ দ্বাদশ মিলিয়ে নিয়োগ দুর্নীতির তিন মামলায় সম্প্রতি চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই মামলায় নাম থাকা ৭৫ জন অভিযুক্তকে সমন পাঠায় বিশেষ সিবিআই আদলত। বেশিরভাগ অভিযুক্তই আজ আদালতে হাজিরা দিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রত্যেকেই বিচারকের কাছে জামিনের আবেদন করেন। 

তবে সিবিআইয়ের তরফ থেকে প্রত্যেকের জামিনের বিরোধিতা করা হয়। সিবিআইয়ের যুক্তি, প্রত্যেকটি মামলার চরিত্র আলাদা। তবে এই দুর্নীতি সমাজে বড়সড় প্রভাব ফেলেছে। তাই অভিযুক্তদের জামিনে আপত্তি রয়েছে। তবে সবপক্ষের সওয়াল জবাব শোনার পর এখনও পর্যন্ত কোনও নির্দেশ দেয়নি আলিপুর বিশেষ সিবিআই আদলত। অর্ডার রিজার্ভ রাখা হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ এই মামলায় দ্রুত বিচার শুরু করতে হবে। প্রত্যেকের হাজিরা সম্পূর্ণ হলে এই মামলায় চার্জ গঠনের দিন ধার্য্য করবে আদালত। তারপর শুরু হবে বিচার। অন্যদিকে ওএমআর শিট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা নাইসার দুই ডাইরেক্টর হাজিরা দেন আজ।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

9 people hospitalized after being accused of offering khichdi to a fake person Read Next

আইসিডিএস -এর রান্না করা খ...