না ফেরার দেশে তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম
ডোমকল (Domkal) শোকস্তব্ধ। না-ফেরার দেশে পাড়ি দিলেন এলাকার জনপ্রিয় তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম (Tmc Mla Zafiqul Islam pass away)।
বৃহস্পতিবার বিকেলে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৪৯। দলীয় মহলে শোকের ছায়া। দীর্ঘদিন ধরেই এক জটিল অসুখে ভুগছিলেন জাফিকুলবাবু।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন সপ্তাহ আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। দ্রুত তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। চিকিত্সকদের যত্নে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও স্বস্তি মেলেনি দীর্ঘদিন। ফের অসুস্থ হয়ে পড়ায় সম্প্রতি ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানেই বৃহস্পতিবার বিকেলে থেমে গেল তাঁর জীবনযাত্রা।
প্রয়াত বিধায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ডোমকলের তৃণমূল কর্মী-সমর্থকেরা খবর পেতেই ভেঙে পড়েন। স্থানীয়দের কথায়, ‘‘খুব সহজ-সরল মানুষ ছিলেন। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াতেন। এত অল্প বয়সে চলে গেলেন, মেনে নেওয়া যায় না।’’
জাফিকুল ইসলামের মৃত্যুতে শুধু রাজনৈতিক মহল নয়, গোটা মুর্শিদাবাদই হারাল এক পরিচিত মুখ।