মন্ত্রী বিরবাহা হাঁসদার সঙ্গে অভিযুক্ত যুবতৃণমূল নেতা
ঝাড়গ্রামে তৃণমূল ছাত্রনেতার দাপট,শ্রাবণী মেলায় মহিলার সঙ্গে অসভ্যতা, গ্রেফতার তৃনমূল ছাত্র পরিষদের সহ সভাপতি দেবনাথ দে। প্রতিবাদ করায় পুলিশে কে মারধরের অভিযোগ,আক্রান্ত এস আই।
ঝাড়গ্রামে মহিলা দোকানিকে উত্যক্ত, পুলিশকে মারধর – গ্রেপ্তার তৃণমূল ছাত্রনেতা দেবনাথ দে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে চলতি শ্রাবণী মেলায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, মদ্যপ অবস্থায় এক মহিলা দোকানির সঙ্গে অসভ্য আচরণ করে ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্রপরিষদের সহ-সভাপতি দেবনাথ দে ও তাঁর দলবল। শুধু তাই নয়, ঘটনায় বাঁধা দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশের এক এসআই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিউটি সেরে ফেরার পথে ঝাড়গ্রাম থানার এসআই শুভেন্দু বেরা দেখতে পান, কয়েকজন মদ্যপ যুবক মেলায় এক মহিলা দোকানির সঙ্গে অসভ্য আচরণ করছে। এসআই প্রতিবাদ করে অভিযুক্তদের আটকানোর চেষ্টা করলে তারা একযোগে তাঁর উপর চড়াও হয়। গুরুতর আহত অবস্থায় শুভেন্দু বেরা-কে প্রথমে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত দেবনাথ দে-কে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, দেবনাথ দে ঝাড়গ্রাম রাজ কলেজের ইউনিয়ন রাজনীতিতে প্রভাব খাটাতেন, যদিও তিনি কলেজের ছাত্র নন। এছাড়া নিজেকে প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে একাধিক তোলাবাজির অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে।
তৃণমূল সূত্রে খবর, দেবনাথ দে জেলা যুব সভাপতি তথা কাউন্সিলর আর্য ঘোষের ঘনিষ্ঠ। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রাবণী মেলায় প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কিন্তু এই ঘটনার পর মেলা প্রাঙ্গণে আতঙ্কের ছায়া নেমে এসেছে।