AC লোকাল উদ্বোধন করে দমদমে
শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেনের উদ্বোধন হওয়ার দিনই দমদম স্টেশনে তৈরি হল চরম রাজনৈতিক উত্তেজনা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) ঘিরে তৃণমূল সমর্থকদের বিক্ষোভ, ‘জয় বাংলা’ স্লোগান এবং দুই দলের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি, সব মিলিয়ে পরিস্থিতি মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে।
প্রসঙ্গত, এদিন শিয়ালদহ স্টেশন থেকে নতুন এসি লোকাল ট্রেনের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উদ্বোধনী ট্রেনটি শিয়ালদহ থেকে দমদমে পৌঁছনোর পর মন্ত্রীরা বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। ঠিক সেই সময় INTTUC-এর একদল সদস্য হঠাৎ স্লোগান দিতে শুরু করেন ‘জয় বাংলা’।
তাঁদের দাবি, বিজেপি বাংলা বিরোধী এবং বাংলায় এই দলের কোনও জায়গা নেই। এমনকি, ট্রেনের নামফলকে বাংলা বানানে ভুল। এই সময় একজন পাশ থেকে বলেন, “এই দেখুন বানানটাও ভুল লিখেছে। শীততাপ না করে শীততপ করে দিয়েছে।” এই নিয়েও শুরু হয়ে যায় কটাক্ষ।
এরপরেই বিক্ষোভ দ্রুত তীব্র হয়ে ওঠে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে সক্রিয় হতে হয়। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) অভিযোগ করেন, বিক্ষোভকারীরা তৃণমূলের পতাকা নিয়ে এসেছিল এবং শ্রমিক সেজে হাজির হয়েছিল। তিনি জানান, পুরো ঘটনার ভিডিয়ো রেলমন্ত্রীকে পাঠানো হবে।