You will be redirected to an external website

অবশেষে তিনি এলেন, অভিযোগ উড়িয়ে তৃণমূলের ইউসুফ বললেন 'আমি এলাকাতেই ছিলাম'

Beldanga Incident still in limbo. Police are conducting route marches in the area on Sunday to control the situation after the ongoing unrest.

ইউসুফ বললেন 'আমি এলাকাতেই ছিলাম'

বেলডাঙা (Beldanga Incident) এখনও থমথমে। টানা অশান্তির পরে পরিস্থিতি সামাল দিতে রোববারও এলাকায় পুলিশের রুটমার্চ চলছে। দু’দিন ধরে উত্তপ্ত বেলডাঙাকে (Beldanga news) ঘিরে রাজনৈতিক চাপানউতরের মধ্যেই উঠে আসে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের (Yusuf Pathan) অনুপস্থিতির প্রশ্ন। বিরোধীদের কটাক্ষ, অশান্তির সময় তাঁকে এলাকায় দেখা যায়নি। যদিও সেই অভিযোগ মানতে নারাজ সাংসদ নিজে।

অবশেষে তিনি এলেন। এদিন সকাল সকাল বেলডাঙায় দেখা গেল ইউসুফকে। তিনি গিয়ে দেখা করেন নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। ইউসুফের সঙ্গে ছিলেন বেলডাঙার বিধায়কও।

এর আগের দিন বহরমপুরে রোড শো করতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ইউসুফ তাঁর সঙ্গে যোগাযোগ করে বেলডাঙায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে রোড শো ও দলীয় কর্মসূচির কারণে তা তখন সম্ভব হয়নি বলে অভিষেক জানান। তিনি আরও বলেন, প্রশাসনের তরফে নিহতের পরিবারকে আর্থিক সাহায্য ও মৃতের স্ত্রীকে কাজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এদিন ইউসুফ মাঠে নামতেই নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলার সময় তিনিও আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের কথা বলেছেন বলে দলীয় সূত্রে খবর। পরে সাংবাদিকদের ইউসুফ বলেন, “এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিযায়ী শ্রমিকেরা শুধু নিজেদের জন্য নয়, যে রাজ্যে কাজ করেন সেই রাজ্যের উন্নয়নেও বড় ভূমিকা নেন। এমন ঘটনা না ঘটাই কাম্য।”

তবে দেরিতে এলাকায় পৌঁছনোর অভিযোগ মানতে চাননি তিনি। ইউসুফের দাবি, তিনি শুরু থেকেই এলাকায় ছিলেন এবং জনপ্রতিনিধি ও বিধায়কেরা পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমে কাজ করে যাচ্ছেন।

বস্তুত, গোটা ঘটনায় এখনও অবধি কমপক্ষে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে। তবে সকাল থেকে শিয়ালদহ-লালগোলার আপ ও ডাউন শাখায় সমস্ত ট্রেন নির্দিষ্ট সময়ে চলেছে বলেই পূর্ব রেলের দাবি। রেলের তরফে স্পষ্ট বলা হয়েছে, ট্রেন ঠিকমতো চলছে না বলে কিছু বিভ্রান্তি ছড়িয়েছে। এটা একেবারেই ভুল। নতুন করে ১২ নম্বর জাতীয় সড়কও অবরুদ্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

In view of the BJP's success in successive elections held in various states of the country Read Next

'বিজেপিই প্রথম পছন্দ,' নি...