You will be redirected to an external website

মোদীর প্রশংসায় ট্রাম্পের শান্তি প্রচেষ্টা, উল্লেখ করলেন নেতানিয়াহুর 'দৃঢ় সংকল্পের' কথাও

Trump praises Modi's peace efforts, mentions Netanyahu's 'strong resolve'

মোদীর প্রশংসায় ট্রাম্পের শান্তি প্রচেষ্টা

দু' বছরেরও বেশি সময় বন্দিদশার পর অবশেষে মুক্তি পেলেন গাজার (Gaza) হেফাজতে থাকা শেষ ২০ জন ইজরায়েলি নাগরিক (Israel)। সোমবার তাঁদের মুক্তির খবরে স্বস্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) “অটল শান্তি প্রয়াস” এবং ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) “দৃঢ় সংকল্পের”।

এক্স-এ মোদী লিখেছেন, “দুই বছরেরও বেশি সময় বন্দি থাকার পর সমস্ত ইজরায়েলি নাগরিকের মুক্তিকে আমরা স্বাগত জানাই। তাঁদের স্বাধীনতা হল তাঁদের পরিবারের সাহসের প্রতীক, প্রেসিডেন্ট ট্রাম্পের অটল শান্তি প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় সংকল্পের ফল। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তরিক শান্তি উদ্যোগকে সমর্থন জানাই।”

এর আগে, ১৩ অক্টোবর প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস গাজার থেকে শেষ ২০ জন ইজরায়েলি বন্দিকে মুক্তি দেয়। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাতের অবসানের ইঙ্গিত মিলেছে বলে মনে করা হচ্ছে।

সেই দিন হামাসের আকস্মিক হামলায় দক্ষিণ ইজরায়েলে নিহত হয়েছিলেন অন্তত ১,২১৯ জন মানুষ, যাঁদের অধিকাংশই ছিলেন সাধারণ নাগরিক। একই সঙ্গে ২৫১ জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল গাজায়। দীর্ঘ আলোচনার পর এই বন্দিমুক্তির ঘটনা আরব দুনিয়ায় শান্তির সম্ভাবনার নতুন বার্তা দিচ্ছে বলে কূটনৈতিক মহলে মত।

ইজরায়েলের পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে গাজা যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “এই যুদ্ধবিরতি এসেছে একদম সঠিক সময়ে। কারণ ইজরায়েলের সামরিক অভিযান তখন ক্রমেই ‘খারাপ এবং উত্তপ্ত’ হয়ে উঠছিল।”

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্দেশে ট্রাম্প বলেন, “আমি নেতানিয়াহুকে বলেছিলাম, লড়াই চালিয়ে যাও, মেরে যাও, মেরে যাও মার্কা আচরণের থেকে যুদ্ধ বিরতির মতো সিদ্ধান্তের জন্যই বেশি স্মরণীয় হয়ে থাকবে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Governor CV Ananda Bose expressed his anger against the state government over the Durgapur Incident Read Next

'বাংলায় বারবার এমন ঘটনা ক...