You will be redirected to an external website

স্পার আড়ালে মধুচক্র! মাটিগাড়ায় গোয়েন্দা বিভাগের অভিযানে গ্রেফতার দুই

Honeycomb hidden behind a spa! Two arrested in a raid by the Intelligence Department in Matigara

প্রতিকী ছবি

শহরের অন্যতম ব্যস্ত এলাকা মাটিগাড়ার একটি নামী শপিং মলে স্পার আড়ালে চলছিল মধুচক্রের রমরমা ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অভিযানে হাতেনাতে ধরা পড়ে এক যুবক ও এক যুবতী।

ধৃতদের নাম বিবেক কুমার মাহাতো, চম্পাসারির বাসিন্দা, ও আকৃতি গুরুং (২২), দার্জিলিঙের বাসিন্দা। অভিযানের পর তাদের গ্রেপ্তার করে মাটিগাড়া থানার হাতে তুলে দেয় গোয়েন্দারা।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই শপিং মলের স্পা-টিতে গোপনে এই অসাধু ব্যবসা চলছিল। মে মাসেও একই শপিং মলের আরেকটি স্পায় হানা দিয়ে মালকিন ও এক গ্রাহককে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েক মাসের মধ্যেই ফের একই ধরনের অভিযোগে পুলিশি অভিযান শহরে চাঞ্চল্য তৈরি করেছে।

আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় আরও কারা জড়িত, সেই দিকেও নজর দিচ্ছে তদন্তকারীরা।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

দিঘার মন্দিরের আদলে রাজ্যে দুর্গাঙ্গন, আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ক্যাবিনেটে পাস হল Read Next

দিঘার মন্দিরের আদলে রাজ...