You will be redirected to an external website

মোদী-পুতিন-শি সাক্ষাৎ হতেই সুর চড়ালেন ট্রাম্প

Trump raises tone after Modi-Putin-Xi meeting

মোদী-পুতিন-শি সাক্ষাৎ হতেই সুর চড়ালেন ট্রাম্প

 ভারতের বিরুদ্ধে ফের কড়া সুরে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার তিনি দাবি করেছেন, ভারত (India) নাকি শুল্ক (Tariff) শূন্যে নামাতে চেয়েছিল! কিন্তু তাতে তিনি রাজি হননি। কেন? ট্রাম্পের কথায় অনেক দেরি হয়ে গেছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ভারতের বাণিজ্য নীতি নিয়ে যে একতরফা অভিযোগ তুলেছিলেন, এ দিনও সেই সুরই শোনা গেছে তাঁর মন্তব্যে। ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “ভারত আমাদের কাছে বিশাল অঙ্কের পণ্য বিক্রি করে, অথচ আমরা তাদের কাছে কিছুই বিক্রি করতে পারি না। এত বছর ধরে একপেশে সম্পর্ক চলছে। কারণ, ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হারে শুল্ক ধার্য করেছে। ফলে আমাদের ব্যবসাগুলি ভারতীয় বাজারে ঢুকতেই পারছে না।”

তিনি আরও দাবি করেন, “এখন ওরা শুল্ক শূন্যে নামাতে চাইছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বহু বছর আগে এটা করা উচিত ছিল।”

বিষয় হল, ঠিক এমন সময় ট্রাম্প এই মন্তব্য করলেন যখন চিনে (China) শি জিনপিং (Xi Jinping) এবং ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে এসসিও সামিটের বৈঠকে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই আলাপচারিতা বিশ্ব রাজনীতির জন্য ভীষণভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ, এই সামিটে অংশগ্রহণকারী দেশগুলিকে 'আমেরিকা বিরোধী' বলে অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তেল বিক্রির ইস্যুতে রাশিয়াকেও নিশানা করেছিলেন তিনি।

চিনের এসসিও সামিটে আবার অভিনব চিত্রও ধরা পড়ে। সম্মেলনস্থল থেকে দ্বিপাক্ষিক বৈঠকের জায়গায় একই গাড়িতে যাত্রা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সূত্রের খবর, বৈঠকের আগে প্রায় দশ মিনিট মোদীর জন্য অপেক্ষা করেন পুতিন। তারপর নিজস্ব গাড়িতেই (Own Car) তাঁকে নিয়ে যান রিটজ-কার্লটন হোটেলে। শুধু তাই নয়, পৌঁছনোর পরও প্রায় ৪৫ মিনিট গাড়িতেই আলোচনা চালান দুই নেতা।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Jagdeep Dhankar leaves government bungalow, currently staying at Abhay Singh Chautala's farmhouse Read Next

সরকারি বাংলো ছাড়লেন জগ...