মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বেঁচে আছেন?
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭৯ বছর বয়সী ট্রাম্প ২০২৫ সালেই দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে বসেছেন। তাঁর শুল্ক যুদ্ধে স্তম্ভিত গোটা বিশ্ব। এর মাঝেই এল একটা খবর। প্রয়াত ডোনাল্ড ট্রাম্প। এই খবর কোনও সংবাদসংস্থা বা হোয়াইট হাউসের তরফে আসেনি। এসেছে নেটিজেনদের তরফে। সোশ্যাল মিডিয়া জুড়ে জোর চর্চা। ট্রেন্ডিং একটা টপিক। ‘ট্রাম্প ইজ ডেড’। সত্যিই কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গিয়েছেন?
ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে হ্যান্ডেলে প্রায় ৫৭ হাজার পোস্ট হয়েছে। তুমুল জল্পনা মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে। সত্যিই কি ডোনাল্ড ট্রাম্প মারা গিয়েছেন? এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, নানা পোস্ট হতে শুরু করেছে, তখন মুখ খুলতে বাধ্য হল হোয়াইট হাউস। বিবৃতি দিয়ে জানানো হল প্রেসিডেন্টের স্বাস্থ্যের আপডেট।
ওভাল অফিস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাঁর মৃত্য়ুর খবর সম্পূর্ণ ভুয়ো। তাহলে এই মৃত্যুর খবর ছড়াল কী করে? সোশ্যাল মিডিয়ায় এ দিন ভাইরাল হয় ট্রাম্পের হাতের ছবি। তাতে চোট স্পষ্ট।
এদিকে, দিন কয়েক আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মুখেও শোনা গিয়েছিল, ট্রাম্পের অবর্তমানে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টকে ‘ফিট’ ও ‘এনার্জেটিক’ বলে উল্লেখ করলেও, ভবিষ্যতে কী হতে পারে, তা কেউ বলতে পারে না- এ কথাও শোনা যায় ভান্সের মুখে।
নেটিজেনদের একাংশের দাবি, বিগত বেশ কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্টকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এরপরই আরও জল্পনা রটে যে ট্রাম্পের হয়তো কিছু হয়েছে। যদিও আজই ভোর ৩টে ৪০ মিনিটে ট্রুথ সোশ্যালে মার্কিন আপিল আদালতের রায় নিয়ে পোস্ট করেন।
এর আগে জুলাই মাসে ট্রাম্পের পা ফোলা ধরা পড়েছিল ক্য়াামেরায়। তখন জানা যায়, ক্রনিক ভেনিয়াস ইনসাফিয়েন্সিতে আক্রান্ত ট্রাম্প, যা সত্তোরর্দ্ধ ব্যক্তিদের মধ্যে স্বাভাবিক।