You will be redirected to an external website

'আপনার নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, নাম নেওয়ার আগে ক্ষমা চান', অমিত শাহকে অভিষেক

Friday is the birthday of Ishwarchandra Vidyasagar. On that occasion, Trinamool MP Abhisekh Banerjee went to Vidyasagar College.

নাম নেওয়ার আগে ক্ষমা চান', অমিত শাহকে অভিষেক

শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwarchandra Vidyasagar) জন্মদিবস। সেই উপলক্ষে বিদ্যাসাগর কলেজে গেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। কয়েক বছর আগে এই কলেজে হামলার ঘটনা ঘটেছিল। তাতে ভেঙে যায় বিদ্যাসাগরের মূর্তি। সেই ভাঙা মূর্তিতেই মাল্যদান করে বিজেপিকে ফের নিশানা করেন অভিষেক। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই (Amit Shah) এই ঘটনার জন্য দায়ী করেন তিনি।

এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেছেন অমিত শাহ। সেখানে বক্তব্য রেখে প্রসঙ্গে তোলেন বিদ্যাসাগরেরও। বলেন, তাঁর অবদান কখনও ভোলার নয়। এই বিষয়টি নিয়েই কার্যত অখুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, ''বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল অমিত শাহর নেতৃত্বেই। তাই তাঁর নাম নেওয়ার আগে ক্ষমা চাওয়া উচিত।''

অমিত শাহ তাঁর বক্তব্যে বলেছেন, দেশ যখন ব্রিটিশদের গোলাম ছিল সেই সময়ে দাঁড়িয়ে বিদ্যাসাগর শিক্ষার জন্য যা করেছেন তা ভোলার নয়। বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি এবং মহিলাদের শিক্ষার জন্য তিনি পুরো জীবন উৎসর্গ করেছিলেন। অভিষেক পাল্টা বলেন - এঁরা বিদ্যাসাগরের সংগ্রাম, সংস্কৃতি সম্পর্কে জানে না। তাই তাঁর মূর্তি ভেঙেছিল। অভিযোগের সুরে এও বলেন, বিজেপির যারা সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তারা আজও দল করছে, কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। অভিষেকের যুক্তি, এই কারণেই বিজেপিকে তাঁরা বাংলা-বিরোধী বলেন।

তৃণমূল নেতার সাফ কথা, বাংলায় বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছিল তাদের মানুষ জবাব দিয়েছে। বাংলা-বিরোধী মনোভাব যারা এখনও আছে তাদেরও আগামিদিনে মানুষ জবাব দেবে। তাঁর সংযোজন, বিজেপি বারবার বাংলাকে অপমান করে। মণীষীদের নিয়ে হোক কী রাজ্যের পরিকাঠামো, সব সময়ই মিথ্যাচার করে। সম্প্রতি ভারী বৃষ্টিতে কলকাতা জলমগ্ন হয়েছিল। তাতে ১০ জনের মৃত্যুও হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। বিরোধীরা এই নিয়ে সরকারের সমালোচনা করে। তারও জবাব দিয়েছেন অভিষেক।

তিনি বলছেন, দুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে শহরের। আজ যারা বাংলায় এসে পুজো উদ্বোধন করছে তারা এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপ বা মন্দিরে দিব্যি যাচ্ছে কারণ রাস্তায় কোনও সমস্যা নেই। এটাই তৃণমূল সরকার এবং এটাই সরকারের কাজ। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

State politics has heated up again in the atmosphere of Durga Puja. Union Home Minister Amit Shah arrived in Kolkata on Thursday and inaugurated the puja. Read Next

কালীঘাটে অমিত শাহ, উঠল ‘জ...