You will be redirected to an external website

মুহূর্তে বদলে যাবে আবহাওয়া! ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি একাধিক জেলায়

Weather to change in a moment! Extreme warning of heavy rain issued in multiple districts

মুহূর্তে বদলে যাবে আবহাওয়া

মনসুন ফিভার। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) টানা বৃষ্টি চলেছে গত কয়েক সপ্তাহে। আপাতত কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে আজ থেকে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির চললেও আপাতত ভারী বৃষ্টি হবে না। তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কবে কমবে দুর্যোগ? রইল আপডেট।

আজ বজ্রবিদ্যুতসহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ প্রতি কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সোম ও মঙ্গলবারও বৃষ্টি চলবে। বুধবার বৃষ্টি আরও কমবে। বাড়বে তাপমাত্রা।

বৃষ্টি কমার কারণে বাড়বে তাপমাত্রা এবং চরমে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরপর বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবারও।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Councilors raise voice against Jhargram municipality chairman over questions about area development Read Next

এলাকার উন্নয়ন নিয়ে প্রশ...