You will be redirected to an external website

পুজোয় বৃষ্টি! আলিপুর আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিচ্ছে, তা যথেষ্টই চিন্তার

The forecast by the Alipore Meteorological Department is quite worrying.

দিন ধরে ধরে বলল কবে বৃষ্টি হবে?

নীল আকাশে পেজা তুলোর মতো মেঘ ঘুরছে। কিন্তু পুজোর কি এই আকাশটা থাকবে? এই মুহূর্তে হয়তো হলপ করে বলা সম্ভব নয়। পুজোর এখনও ২৫-২৬ দিন বাকি। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিচ্ছে, তা যথেষ্টই চিন্তার।উত্তর-পূর্ব বঙ্গোপসাগর মায়ানমার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণবর্ত রয়েছে,আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তার সঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনায় ও ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও কলকাতায়।

গত জুন, জুলাই, অগাস্ট যা বৃষ্টি হয়েছে, সেটা উত্তরবঙ্গে হোক কিংবা দক্ষিণবঙ্গেই, বাংলা তো বটেই, দেশের অনেক জায়গাতেই বন্যা বিপর্যয় হয়েছে। বর্ষার শেষ মাস অর্থাৎ সেপ্টেম্বরেও যা বৃষ্টি হয় সাধারণত, তার থেকেও বেশি বৃষ্টি হওয়ার ফোরকাস্ট রয়েছে। প্রায় ৯ শতাংশ বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

এই মাসে চারটে সপ্তাহে কেমন বৃষ্টি হতে পারে, তারও একটা আভাস মৌসম ভবন দিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওড়িশা উপকূলে নতুন একটা নিম্নচাপ হবে, তার প্রভাবে, ওড়িশাতেই বেশি বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টিবাদলা হবে, তবে তা বেশি নয়। এটা ৪ সেপ্টেম্বর পর্যন্ত পূর্বাভাস।

তারপরের সপ্তাহ দুটো, মূলত ৫-১১ সেপ্টেম্বর, সেখানেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে, তবে আহামরি নয়। মানে দক্ষিণবঙ্গকে ভাসিয়ে দেবে, তেমনটা নয়।

তারপরের সপ্তাহ, ১২-১৮ সেপ্টেম্বর, ওড়িশা-মধ্যভারত, উত্তর ভারতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলে। এটা বিশ্বকর্মা পুজোর সপ্তাহ।

এবার তারপরের সপ্তাহটাই  তো মহালয়া। ১৯-২৫ সেপ্টেম্বর উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি নেই। এখান থেকে বর্ষা বিদায় নেবে। কিন্তু পূর্ব ভারতে অর্থাৎ বঙ্গোপসাগরের পাশে বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ, সিকিমে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পুুজো তখন একেবারেই দোরগোড়ায়, শেষ মুহূর্তের কেনাকাটা, প্যান্ডেলের কাজ শেষ করার তাড়া, সেই সময়টাতেই প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সোমবার সকাল থেকে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে কলকাতা জুড়ে। বেলা যত বাড়বে, তত অস্বস্তিও বাড়বে। আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশ।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Insects are buzzing in rice and pulses at the Anganwari center Read Next

অঙ্গনওয়ারি কেন্দ্রে চাল...