পুজোর আগেই বড় খেলা দেখাবে আবহাওয়া
আলিপুর আবহাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, মঙ্গলবার থেকে বদলে যাবে আবহওয়ার পরিস্থিতি। ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে কমলা সতর্কতা। হাওয়া অফিস এও পূর্বাভাস দিয়েছে, দার্জিলিং, কালিম্পং,কোচবিহারে ভারী বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। ফলে এই সময় যাঁরা উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছেন বা পাহাড় ঘোরার প্ল্যান করছেন পরিস্থিতি খতিয়ে দেখেই সেখানে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
তবে উত্তরে বৃষ্টি ভেসে গেলেও দক্ষিণেও বৃষ্টি হবে। কিন্তু ভাসাবে না। কারণ, দক্ষিণবঙ্গের জন্য কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। তবে এখানে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলির জন্য বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ আদ্রতা তাকবে ৮৯ শতাংশ। সর্বনিম্ন আদ্রতা থাকবে ৬৬ শতাংশ।