You will be redirected to an external website

মহালয়া থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস? কী বলছে আবহাওয়া দফতর

The Meteorological Department has predicted disaster ahead of Puja.

মহালয়া থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস

পুজোর মুখে দুর্যোগের পূর্বাভাস দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। এমনকি পুুজোর শেষ দিকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এমনই পূর্বাভাস মিলেছিল। আবহাওয়া দফতর বলছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে ২২ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। হাওয়া অফিস বলছে, ২৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। 

আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের দিকের জেলাযগুলিতে। কলকাতা-সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইবে।

কেমন থাকবে মহালয়ার আকাশ? 

মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতায়। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সোমবারও খানিক একই ছবি দেখা যাবে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা। একইসঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার এই তিন জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। 

উত্তরবঙ্গে বর্তমানে ভারী বৃষ্টি চললেও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবারে পার্বত্য এলাকা এবং মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার থেকে বৃষ্টি ফের কিছুটা বাড়তে পারে। এখন দেখার ঠিক পুজোর দিনগুলিতে বৃষ্টির তীব্রতা কেমন থাকে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Police will be present on the ground from Mahalaya onwards. There will be additional forces. Kolkata Police Commissioner Manoj Verma had said this on Friday. Read Next

মহালয়ায় কেমন প্রস্তুতি ...