You will be redirected to an external website

পৌঁছে যাবে লাল শাড়ি, অনুদানের পর এবার পুজোয় উপহার দেবে বিজেপি

A new story has been added to the BJP's puja numbers. After the book stall donation, this time the BJP will give gifts during puja in every district.

পৌঁছে যাবে লাল শাড়ি

 বিজেপির পুজো সংখ্যায় জুড়ল নতুন গল্প। বুকস্টল-অনুদানের পর এবার জেলায়-জেলায় পুজোয় উপহার দেবে বিজেপি। সরাসরি বিজেপি নয়, তাঁদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে। সমস্ত জেলায় মহিলাদের এবার লাল পেড়ে শাড়ি দিতে চলেছে পদ্মশিবির। শুধু তাই নয়, মহালয়ার দিন জেলায় জেলায় পুজোর উপহার দেওয়ার কর্মসূচি পালন করবে বঙ্গ বিজেপি।

বিজেপি সূত্রে খবর, পুজোর এই অনুষ্ঠানের আয়োজন করবে বিজেপি ঘনিষ্ঠ সংগঠন। তাঁদের মাধ্যমে এই শাড়ি দেওয়া হবে। তবে অনুষ্ঠানে হাজির থাকবেন বিজেপির বিভিন্ন নেতৃত্ব। আর এই কর্মসূচির পর প্রশ্ন উঠছে তবে বাংলার লক্ষ্মীদের মন জয়ের চেষ্টা করছে পদ্মশিবির? চলছে চর্চা। যদিও, এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “বিজেপি উপহার দেবে এত লোক কোথায়? কোন বাড়ির লোককে দেবেন? দিলীপ ঘোষের বাড়ির লোকের স্বাস্থ্য সাথী করানো রয়েছে। বিজেপির অর্ধেকের বাড়ির লোক নেতা-মন্ত্রীদের স্কিমগুলি পান। শাড়ি কেউ দিলে হাসিমুখে ভোট দিয়ে দেবেন। ভোটটা তো দেবেন তৃণমূলে।”

বস্তুত, এবারে রাজ্য সরকারের মতো অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে বঙ্গ বিজেপিও। আর সেই টাকা বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। পুজো কত বড় তার ভিত্তিতেই এই অনুদান দেওয়া হবে। এই আবহের মধ্যে এবার শাড়ি দেবে বলে জানাল বঙ্গ বিজেপি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

While Bihar is gradually improving, opposition parties like Congress and RJD are criticizing it by saying 'Bidi Bihar'. Read Next

‘বিহার উন্নতি করায় কুৎস...